ব্যাঙ্ক জালিয়াতদের তালিকায় শীর্ষে বিজেপির বন্ধুরাঃ রাহুল

0
63

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

Rahul Gandhi | newsfront.co
ফাইল চিত্র

ইচ্ছাকৃত ঋণ খেলাপি ও ব্যাংক জালিয়াতি করেছেন এরকম ৫০জনের একটি নামের তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কংগ্রেসের অভিযোগ তালিকায় থাকা ওই ৫০ জন বিজেপির বন্ধু। তাই সংসদে রাহুল গান্ধী এবিষয়ে প্রশ্ন তুললে বিজেপি নীরব থাকে।

একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী টুইট করেন,”আমি সংসদে একটা সাধারণ প্রশ্ন করি, ৫০ জন শীর্ষ ব্যাঙ্ক জালিয়াতদের নাম বলুন। উত্তর দিতে অস্বীকার করেন অর্থমন্ত্রী। এখন নীরব মোদি, মেহুল চোক্সি, এবং অন্যান্য বিজেপির বন্ধুদের নামের তালিকা প্রকাশ করেছে আরবিআই। এই কারণেই সংসদে সত্য গোপন করা হয়েছে।”

সংবাদসংস্থা এনডিটিভি সূত্রে খবর কংগ্রেসের অভিযোগ বিজেপি সরকার ২০১৪ থেকে ২০১৯ এর সেপ্টেম্বর পর্যন্ত বিপুল অঙ্কের ঋণগ্রহীতাদের ৬.৬৬ লক্ষ কোটি টাকা মকুব করে দিয়েছে। সদ্য প্রকাশিত ৫০ জনের ওই তালিকায় থাকা বিজেপি ঘনিষ্ঠ ব্যাংক জালিয়াতদের ৬৮,৬০৭ কোটি টাকা ঋণ মুকু্ব করে দিয়েছে মোদি সরকার ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here