ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনার কবলে দেশজুড়ে লেগেই রয়েছে মৃত্যুমিছিল, গণ শবদাহ। ঘাটতি অক্সিজেন, বেড এমনকি ভ্যাকসিনেও। সমস্ত আন্তর্জাতিক মিডিয়া করোনা মোকাবিলায় মোদী সরকারের ব্যর্থতা নিয়ে অত্যন্ত সরব হয়েছে নেট মাধ্যমে। সমালোচনা ঝড় উঠেছে যে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে মৃত্যু মিছিলের জন্য একমাত্র দায়ী মোদী সরকার। উল্টোদিকে করোনা আক্রান্তদের সাহায্যে নির্দ্বিধায় প্রতিনিয়ত কাজ করে চলেছেন বলিউড তারকা সোনু সুদ।
এবার রাজস্থানের জয়সালমির মিলিটারি স্টেশনের এক আর্মি অফিসার কেন্দ্র সরকারের কাছে সাহায্য না চেয়ে করোনা চিকিৎসার সাহায্য চেয়ে চিঠি দিলেন বলিউড অভিনেতা সোনু সুদকে। সেই প্রসঙ্গে আবারও মুখ পুড়ল মোদী সরকারের। ওই অফিসার ৪টি আইসিইউ বেড, ১০টি অক্সিজেন কন্সেন্টেটর, ১০টি জাম্বো অক্সিজেন সিলিন্ডার, ১ টি অক্সিজেন মেশিন এবং ২টি জেনারেটর সেট চেয়েছেন। এখন প্রশ্ন উঠছে একটাই, তবে কি সাধারণ মানুষের পর আর্মি অফিসাররাও ভরসা হারাচ্ছেন কেন্দ্র সরকারের ওপর থেকে।
প্রসঙ্গত, অভিনেতা সোনু সুদ গত বছরের লকডাউনের সময় থেকেই দুর্গতদের পাশে রয়েছেন। এমনকী লকডাউনের জেরে বিভিন্ন শহরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। এছাড়া নিজে করোনায় আক্রান্ত হয়েও থেমে থাকেননি, দেশের বিভিন্ন স্থানে অক্সিজেন যোগানের ব্যবস্থা করতে ফ্রান্স ও অন্যান্য দেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট আনার ব্যাবস্থাও করছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584