সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
মার্চ মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দিল্লির আলামি মার্কেজ বাঙ্গালেওয়ালি মসজিদে ধর্মীয় জমায়েতের ডাক দিয়েছিল তবলিঘি জামাত। দেশ-বিদেশের প্রায় কয়েক হাজার মানুষ তাতে যোগ দিতে এসেছিলেন। করণা সংক্রমনের আবহে এই ধর্মীয় সমাবেশ ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে।
যদিও দিল্লির নিজামুদ্দিনে এই ধর্মীয় সমাবেশে যোগ দেওয়া ৩০ জন বিদেশি সহ ৩৭ জনের হদিস মিলেছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। লকডাউন ঘোষণার অনেক আগেই তাঁরা পশ্চিমবঙ্গে এসেছেন বলে এই নাগরিকদের দাবি।
তাঁদের শারীরিক পরীক্ষায় করোনার সংক্রমণ মেলেনি। কিন্তু সরকারি নির্দেশ মোতাবেক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ৩৭ জনের মধ্যে ১১ জন ইন্দোনেশিয়া ও ১৯ জন বাংলাদেশের নাগরিক। জেলা প্রশাসন কোয়ারেন্টাইনে থাকাকালীন ব্যক্তিদের সমস্ত রকমের সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত।
তবে নিয়ম লঙ্ঘন না করারও নির্দেশ দেওয়া হয়েছে। এই ৩৭ জন দিল্লি থেকে কবে এবং কিভাবে এই রাজ্যে এসেছেন তার বিস্তারিত রিপোর্ট পুরসভার স্বাস্থ্য দপ্তরের তরফে তৈরি করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584