কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় উদ্ধারকারী ২২ জন সরকারি আধিকারিকই করোনা পজিটিভ

0
26

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গত সপ্তাহে কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ১৮ জন যাত্রীর। দুর্ঘটনার পর বিমানবন্দরের যে অফিসাররা উদ্ধারকাজে নেমেছিলেন তাঁদের মধ্যে ২২ জন সরকারি আধিকারিকই করোনা আক্রান্ত। তাঁদের আইসোলেশনে থাকার নির্দেশ আগেই দিয়েছিল কেরালার সরকার। তাঁদের মধ্যে একজন জেলাশাসক ও স্থানীয় পুলিশ প্রধানও রয়েছেন। মালাপ্পুরম জেলার মেডিক্যাল অফিসারের তরফ থেকে এই তথ্য জানা গিয়েছে।

Kerala plane crash | newsfront.co
ফাইল চিত্র

দুর্ঘটনার পরদিন এয়ারপোর্টে যান কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এবং কয়েকজন উচ্চপদস্থ অফিসার। অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরি এবং বিদেশ দফতরের প্রতিমন্ত্রী ভি মুরলিধরনও ঘটনাস্থলে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ কোঝিকোড় এড়াতে কলকাতা বিমানবন্দরে বিশেষ গাড়ি ‘মোবাইল কমান্ড পোস্ট’

গত শুক্রবার রাতে দুবাই থেকে ফিরে কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে ৩৫ ফুট গভীর একটি খাদে গিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় ১৯ জনের। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ১৮৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ জন শিশু, ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু ছিলেন।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে শ্রীনগরে জঙ্গি হামলায় নিহত ২ পুলিশ কর্মী

উদ্ধারকাজ শেষ হওয়ার পরেই কেরালার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, যাঁরা উদ্ধারকাজে যুক্ত ছিলেন, প্রত্যেককে হোম আইসোলেশনে থাকতে হবে। প্রত্যেকের করোনা পরীক্ষাও করা হবে। সেই রিপোর্টে দেখা যায় উদ্ধারকারী দলের ২২ জন সরকারি আধিকারিক কোভিড–১৯ এ আক্রান্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here