বড় সুখবর! পুজোর আগেই করোনা বিধি মেনে খুলছে রাজ্যের সব চিড়িয়াখানা

0
54

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মানুষের আনাগোনা না দেখে চিড়িয়াখানায় পশুপাখিদেরও মন ভাল ছিল না। আবার পশুপাখিদের না দেখতে পেয়ে মন খারাপ হচ্ছিল ছোটদেরও। ভার্চুয়াল ব্যবস্থা করেও খুব একটা লাভ হয়নি। তাই এবার পুজোর আগেই আগামী ২ অক্টোবর থেকেই রাজ্যের সব চিড়িয়াখানা খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন খোদ বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

Wild animal | newsfront.co
ফাইল চিত্র

গত ১৭ মার্চ থেকে চিড়িয়াখানা,ন্যাশনাল পার্ক, ইকো টুরিজিয়াম সেন্টারগুলি বন্ধ ছিল। এবার করোনা প্রোটোকল মেনে সাধারণের জন্য ফের খুলতে চলেছে।

জানা গিয়েছে, ২৩ সেপ্টেম্বর থেকে জঙ্গল সাফারি চালন করে দেওয়া হচ্ছে। আর ওই দিনই খুলছে রাজ্যের সমস্ত ন্যাশনাল পার্ক, টুরিজম সেন্টারগুলি। হাতি সওয়ারি ছাড়া সব রাইড চালু থাকবে। কিন্তু অনলাইনে টিকিট কাটতে হবে। কলকাতা মেট্রো রেলের মতই এখানে কিছু স্বাস্থ্যবিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কাজ হারানো গ্রাহকদের আবেদন জমা দেওয়ার নির্দেশ ইএসআইয়ের

নিয়মগুলি হল, এবার থেকে যে কোনও জায়গায় প্রবেশের টিকিট বুকিং করতে হবে অনলাইনে। ১০ বছরের নিচে এবং ৬৫ বছরের উপরে কাউকে নিয়ে ভ্রমণ করলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।পর্যটকদের অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

বোটিং কিংবা পার্কে কোনও প্রমোদমূলক সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে স্যানিটাইজার আবশ্যক।আপাতত হাতি সাফারি বন্ধ থাকবে। আর কোভিড সংক্রমণের আশঙ্কা দেখা দিলে যে কোনও সময় পার্ক কিংবা চিড়িয়াখানা কর্তৃপক্ষ তা আংশিকভাবে বন্ধ করতে পারেন।

আরও পড়ুনঃ ফের রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা

আরও জানানো হয়েছে, জিপ সাফারির ক্ষেত্রে একটি করে আসন ছেড়ে ছেড়ে বসতে হবে। কোনও ওয়াচ টাওয়ারে ২০ জনের বেশি পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখালে তবেই জঙ্গলে ট্রেকের অনুমতি মিলবে।

আরও পড়ুনঃ মেরামতির কাজ হবে, বিদ্যুৎ বিঘ্নের আশঙ্কা সল্টলেকের

তবে আগের মত প্রচুর পর্যটক যাতে একসঙ্গে না ভিড় করেন, তার জন্য পর্যটকের সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে। আলিপুর চিড়িয়াখানার ক্ষেত্রে দৈনিক ৫ হাজার , বেঙ্গল সাফারির ক্ষেত্রে ৩ হাজার , দার্জিলিং চিড়িয়াখানার ক্ষেত্রে ২ হাজার আর বাদবাকি সব ছোটখাটো চিড়িয়াখানায় সেখানে ১ হাজার দর্শক ঢুকতে দেওয়া হবে।

শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে নিজেদের শারীরিক অবস্থা বুঝে তবে চিড়িয়াখানায় আসতে পরামর্শ দেওয়া হয়েছে। ১৫ অক্টোবর নাগাদ ফের একবার পরিস্থিতি পর্যালোচনা করবে বন দপ্তর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here