ফারুক আহমেদ, পার্ক সার্কাস, কলকাতা:১৪ জুন ২০১৭ : পথ দেখিয়েছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়। আজ সেই পথেই হাটল আলিয়া বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক এবং ছাত্রছাত্রীরা। তারা আজ বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে সম্প্রীতির জন্য মিছিলে পা মেলায়।
কলকাতার মৌলালির রামলিলা ময়দান ঘুরে পুনরায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে আসে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং বিভেদকামী শক্তির বিরুদ্ধে প্রতিবাদের জন্যই এই মিছেলের আয়োজন করা হয়।
এই পদযাত্রায় বিভিন্ন সম্প্রদায়ের কর্মীদের মধ্যে অভূতপূর্ব সাড়া ছিল চোখে পড়ার মতো। পথ চলতি মানুষদের হাতে রাখি পরান ছাত্র-ছাত্রীরা।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহাদ্য রক্ষা করতে সরকার ও ছাত্র সমাজসহ সকল সচেতন নাগরিকদের জাতীয় ভাবে দায়িত্ব নিতে হবে মনে করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নজরুল আরেফিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584