সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৭

0
1167

কানাই হাজরা, বহরমপুর, মুর্শিদাবাদ:

রামকৃষ্ণ মিশনের প্রথম বিদ্যালয় -সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়-এলাকা তথা পশ্চিমবঙ্গের অহংকার।

প্রয়াত স্বামী আত্মস্থানন্দজি মহারাজ একসময় সারগাছি রামকৃষ্ণ মিশনে।

গতকাল 14 ই জুলাই ছিল এই বিদ‍্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান । অনুষ্ঠিত হয় আশ্রমের পূর্বে অবস্থিত বিবেকানন্দ প্রেক্ষাগৃহে ।

উপস্থিত অতিথিদের বরণ করে নিচ্ছেন সুদীপ্ত বাবু।

আশ্রমের মনোরম পরিবেশে এই অনুষ্ঠানের সূচনা হয় এবং স্কুলের ছাত্র শিক্ষক মন্ডলীর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান আরও বর্ণময় হয়ে ওঠে।

হল ভর্তি ছাত্রদের আনন্দের দিন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চলচিত্র পরিচালক শ্রী প্রদীপ্ত ভট্টাচার্য মহাশয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ও বাচিক শিল্পী মাননীয় শ্রী অরিন্দম গুপ্ত মহাশয়।

ছাত্রদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মহারাজ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন বিভাগে কৃতি ছাত্রদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের শেষলগ্নে সুশীল বাবু ছাত্রদের সঙ্গে।

যারা পুরষ্কৃত হয় তারা ফিরে যায় অনাবিল আনন্দ উপভোগ করতে করতে। বাকীরা পায় সফলতার অনুপ্রেরণা।

 

 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here