আইনজীবীদের নয়া পোশাকবিধি চালুর মামলায় বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে নোটিশ এলাহাবাদ হাইকোর্টের

0
152

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আইনজীবীদের বর্তমান পোশাক বিধিতে নিষেধাজ্ঞা জারির মামলায় বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠালো এলাহাবাদ হাইকোর্ট। এই বিষয়ে কেন্দ্র এবং হাইকোর্ট প্রশাসনের মতামতও জানতে চেয়েছে এলাহাবাদ হাইকোর্টের লাখনৌ বেঞ্চ, আগামী ১৮ আগস্টের মধ্যে তা ফাইল করার নির্দেশ দিয়েছে আদালত।

Dress code of court
ছবি: সংগৃহীত

আইনজীবী অশোক পান্ডে এলাহাবাদ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। মামলায় আবেদন করা হয় যে বর্তমানে আইনজীবিদের জন্য যে পোশাকবিধি চালু আছে তার ওপর নিষেধাজ্ঞা জারি করুক আদালত। পরিবর্তে এমন কোন পোশাকবিধি নির্দিষ্ট করা হোক যা ভারতীয় আবহাওয়ার সঙ্গে মানানসই। কালো কোট এবং গাউন পরে আদালতে মামলা লড়া এই আবহাওয়ায় খুবই কষ্টকর।

আরও পড়ুনঃ ফ্রান্সের ভ্যাকসিন পাসে এখন থেকে যোগ হল ভারতের টিকা কোভিশিল্ড

এছাড়াও মামলাকারীর বক্তব্য আইনজীবীদের যে ব্যান্ড পরতে হয় তা আদতে ক্রিশ্চান ধর্মের প্রতীক, সেক্ষেত্রে অ-ক্রিশ্চান কোন ব্যক্তিকে তা পরতে বাধ্য করা যায়না। মামলাকারী আইনজীবী আরো বলেন, মহিলা আইনজীবীদের যে সাদা শাড়ি বা সাদা সালোয়ার কামিজ পরতে হয় হিন্দু রীতি অনুযায়ী তা বৈধব্যের প্রতীক। এই সব কিছু বিবেচনা করে আইনজীবীদের নতুন পোশাকবিধি চালু করতে বার কাউন্সিলকে নির্দেশ দিক আদালত।

আরও পড়ুনঃ নতুন ক্রেডিট কার্ড ইস্যুতে আরবিআইয়ের কোর্টেই বল ঠেলে দিল HDFC

বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি অজয় কুমার শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কেন্দ্র, হাইকোর্ট প্রশাসন ও বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অবস্থান জানতে চায়। আর তা স্পষ্ট করতে হবে ১৮ আগস্টের মধ্যে, এমনই নির্দেশ দিয়েছে আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here