নতুন ক্রেডিট কার্ড ইস্যুতে আরবিআইয়ের কোর্টেই বল ঠেলে দিল HDFC

0
53

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ধারাবাহিক প্রযুক্তিগত সমস্যার কারণে এইচডিএফসি ব্যাঙ্কের বিরুদ্ধে ২০২০ সালের ডিসেম্বর মাসে কঠোর পদক্ষেপ গ্রহণ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকটির নতুন ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

HDFC bank
নিজস্ব চিত্র

নতুন ক্রেডিট কার্ড ইস্যু করার বিষয়টি নিয়ে এবার রিজার্ভ ব্যাংকের কোর্টেই বল ঠেলে দিল এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ। শনিবার এইচডিএফসি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ শশীধর জগদীশন বলেন, প্রযুক্তিগত বিষয়টি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৮৫ শতাংশ শর্ত পূরণ করা হয়েছে। তাই কবে থেকে আবারও নতুন ক্রেডিট কার্ড ইস্যু করার অনুমতি দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিক রিজার্ভ ব্যাংকই।

শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে জগদীশন বলেন, প্রযুক্তি সংক্রান্ত অডিট শেষ হয়ে গিয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের বিরুদ্ধে যে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা প্রত্যাহারের বিষয়ে এবার ‘স্বাধীনভাবে’ সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুনঃ ২১ জুলাই ‘দিদি’র ভার্চুয়াল ভাষণ বড়পর্দায়, দেখানো হবে মোদি-শাহের রাজ্য গুজরাটেও

গত ডিসেম্বর মাসে সাময়িকভাবে এইচডিএফসি ব্যাংকের ওপর নতুন ক্রেডিট কার্ড ইস্যু এবং ডিজিটাল কাজকর্মের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির পর আট মাস পেরিয়ে গেছে। তাই বিষয়টি নিয়ে এবার রিজার্ভ ব্যাঙ্কের দিকেই বল ঠেলে দিলেন জগদীশন।

আরও পড়ুনঃ ফ্রান্সের ভ্যাকসিন পাসে এখন থেকে যোগ হল ভারতের টিকা কোভিশিল্ড

তিনি বলেন, ‘প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে আমরা কী করেছি, তা নিয়ে নিয়ন্ত্রক সংস্থাকে রিপোর্ট দেওয়া হয়েছে। যা তাদেরই নির্দেশিকা এবং পরামর্শ মেনে করা । আমরা প্রায় ৮৫ শতাংশ শর্ত পূরণ করে নিয়েছি, এখন নিয়ন্ত্রকদের কোর্টে বল,তাঁরা যখন ঠিক মনে করবেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here