নথি জটে ফের আটকে গেল ডাঃ কাফিল খানের শুনানি

0
70

ওয়েব ডেস্ক, এলাহাবাদঃ

এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে চেয়ে পাঠালো ডাঃ কাফিল খানকে জাতীয় সুরক্ষা আইন ১৯৮০ তে আটক রাখার যাবতীয় নথি এবং হেফাজতে রাখার সময়কাল বৃদ্ধি সংক্রান্ত নথি। মুলতুবি রইলো হেবিয়াস করপাসের শুনানি।

Dr Kafeel Khan | newsfront.co
ডাঃ কাফিল খান। ফাইল চিত্র

শুনানি শুরুর আগে বাদী পক্ষের আইনজীবী আদালতে জানান, গতকাল প্রায় দুপুর দেড়টা নাগাদ রাজ্য সরকারের ফাইল করা সংযোজনী হলফনামার কপি তাঁর কাছে পৌঁছয়। অতএব সেটি পড়ে দেখার জন্য তাঁর কিছু সময় প্রয়োজন বা কোনো উত্তর দেওয়ার প্রয়োজন থাকলে তা খতিয়ে দেখার মত কিছু সময় প্রয়োজন।

উত্তর প্রদেশ সরকারের তরফে অতিরিক্ত এডভোকেট জেনারেলও জানান তাঁরাও আরেকটি নতুন সংযোজনী যোগ করতে চান সেই কারণে উত্তর প্রদেশ সরকারের তরফে তিনিও কিছু অতিরিক্ত সময় প্রার্থনা করছেন আদালতের কাছে।

আরও পড়ুনঃ ডাঃ কাফিল খানের মায়ের আবেদনে ‘বন্দি প্রদর্শন’ শুনানি স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর ও বিচারপতি সৌমিত্র দয়াল সিং এর ডিভিশন বেঞ্চ জানান, “এই মামলার যাবতীয় তথ্য বিবেচনা করে দেখে আমরা রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছি জাতীয় সুরক্ষা আইন ১৯৮০ অনুযায়ী কেন ডাঃ কাফিল খানকে হেফাজতে নেওয়া প্রয়োজন হলো এবং তার সময়সীমা বাড়ানো হয়, সেই সংক্রান্ত যাবতীয় নথি আদালতে পেশ করতে।” হাইকোর্ট এই মামলা আগামী ২৭ আগস্ট শুনানি তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here