সীমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে কটুক্তি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সর্মথকদের বিরুদ্ধে। ঘর ভাঙচুর করে মায়ের সামনে থেকে পরীক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আশিত খাঁ,মুন্না খাঁ,আলমগিরি খান ও নিজাম খানের বিরুদ্ধে। এরা প্রত্যেকে আমড়াতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত মাকালের অনুগামী।
মগরাহাট থানার আমড়াতলা এটি গ্রাম পঞ্চায়েতের রাজাপুর এলাকার ঘটনা। মগরাহাট থানায় পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে ।পুলিশি নিষ্ক্রিয়তার পাশাপাশি এই ঘটনার কড়া নিন্দা করেছেন বিজেপি নেতা সুফল ঘাঁটুর।এর আগে বেশ কয়েক বার নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষাথী ১৭ বছরের নাবালিকাকে তুলে নিয়ে যাবার হুমকি দিতে থাকে আশিত খাঁ ।
আরও পড়ুনঃ আগুনে ভস্মীভূত গোডাউন
প্রশান্তর মদতে কোন কিছুই করতে পারত না বলে অভিযোগ নাবালিকার মা মাসুদা বেওয়ার । স্বামী জয়নাল আবদি মণ্ডলের মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে থাকত মাসুদা। আশিত খাঁর লক্ষ্য ছিল জায়গা সহ নাবালিকা মেয়ের দিকে। রান্না করার সময় মায়ের সামনে থেকে মেয়ে কে তুলে নিয়ে যাওয়া স্তম্ভিত এলাকাবাসী। যদিও বিষয়টি ভিত্তিহিন বলে দাবি করেছেন অঞ্চল তৃণমূল সভাপতি প্রশান্ত মাকাল।
তৃণমূল সর্মথিত পরিবারের এই ধরনের ঘটনায় নিন্দায় সরব বিজেপি । প্রতিবাদে আন্দোলনে নামার হুমকি বিজেপি নেতার। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। কেন অপহরণের অভিযোগ নেওয়া হল না,তার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি থেকে বিরোধি রাজনৈতিক দলগুলি। সশস্ত্র অবস্থায় এমন হামলায় আতঙ্কে পরিবার পরিজনরা । প্রশান্তের কাজ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী থেকে শুরু করে দলের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584