কোয়ারেন্টাইনে ১৪ দিন কাটালেও বাড়ি পাঠাচ্ছে না প্রশাসন, অভিযোগ পরিযায়ী শ্রমিকদের

0
30

শ্যামল রায়, কালনাঃ

করোনাভাইরাসের জেরে প্রথম ধাপে সারাদেশ জুড়ে লকডাউন চলছিল। দ্বিতীয় দফায় লকডাউনও চলছে। লকডাউন চলাকালীন ভিন রাজ্য থেকে আসা ১৮ জন পরিযায়ী শ্রমিককে ধরে ফেলে কালনা থানার পুলিশ। সেই সময় পরিযায়ী শ্রমিকদের ঠাঁই হয় কালনা ত্রাণ শিবিরে।

Migrate workers | newsfront.co
প্রতীকী চিত্র

১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরও প্রশাসন ওই সমস্ত পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। শুক্রবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই সমস্ত পরিযায়ী শ্রমিকরা। শ্রমিকদের দাবি দ্রুত প্রশাসন উদ্যোগ নিয়ে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুক।

আরও পড়ুনঃ পানীয় জলের সংকটে মারুকচক গ্রাম

জানা গিয়েছে যে ১৮ জন পরিযায়ী শ্রমিক কালনা শহরের জিউধারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে রয়েছেন। কোয়ারেন্টাইন থাকা-খাওয়া সমস্ত ব্যবস্থা করেছে মহাকুমা প্রশাসন। গত পয়লা এপ্রিল কালনার উপর দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে কালনা থানার পুলিশ ওই সমস্ত পরিযায়ী শ্রমিকদের আটক করে।

প্রশাসনের তরফ থেকে ঐ সমস্ত শ্রমিকদের খোঁজ-খবর এবং খাওয়া-দাওয়ার সমস্ত ব্যবস্থা করেছে। তাদের কারো বাড়ি মালদা কারো বাড়ি মুর্শিদাবাদ এবং একজনের বাড়ি দিল্লিতে রয়েছে। প্রত্যেকেই কলকাতায় রাজমিস্ত্রির কাজ করতে এসেছিলেন। লকডাউনের কারণে বাড়ি ফেরার পথে এই দুর্ভোগ ঘটে।

রেললাইন ধরে এই সমস্ত পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছিল তখন পুলিশের নজরে আসে এবং ত্রাণ শিবিরে আশ্রয় দেয়। ১৪ দিন কোয়ারেন্টাইন এ থাকার পরও সাড়া পাচ্ছে না বলে অভিযোগ ওই সমস্ত পরিযায়ী শ্রমিকদের। দ্রুত বাড়ি যাওয়ার আবেদন জানিয়েছেন মহাকুমা প্রশাসনের কাছে।

মহকুমা প্রশাসক সুমন সৌরভ মহান্তি জানিয়েছেন যে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, নির্দেশ পেলেই এদের ছেড়ে দেয়া হবে। এখন পর্যন্ত ওদের অবসর টাইমে বিনোদনের জন্য তাস লুডো দেয়া হয়েছে এবং সমস্ত রকম চিকিৎসা এবং খাবার দাবারের ব্যাবস্থা করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here