নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
গ্ৰাম পঞ্চায়েতের এক মহিলা কর্মীর সাথে গ্ৰাম পঞ্চায়েতের সেক্রেটারি খারাপ ব্যবহার, যৌন হেনস্থা করার অভিযোগে উত্তেজনা ছড়ালো আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে চুয়াপাড়া গ্ৰাম পঞ্চায়েতে।

চুয়াপাড়া গ্ৰাম পঞ্চায়েত মহিলা কর্মী অভিযোগ করেন, গ্ৰাম পঞ্চায়েত সেক্রেটারি বিশ্বজিৎ বিশ্বাস বেশ কিছুদিন ধরে তাকে উত্তেজিত করার চেষ্টা করছে এবং এই বিষয়ে তিনি পঞ্চায়েত প্রধানকেও অভিযোগ করেছেন এবং প্রধান কিছু ব্যবস্থা না করায় তিনি বাধ্য হয়ে গ্ৰামের মহিলা ও গ্ৰাম পঞ্চায়েতের মহিলা পঞ্চায়েত সদস্যদের বিষয়টি জানান।


তারপর সোমবার উত্তেজিত জনতা এসে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখায়। শুরু হয় ভাঙ্গচুর। চেয়ার, টেবিল ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কালচিনি থানার পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যদিও এই বিষয়ে চুয়াপাড়া গ্ৰাম পঞ্চায়েতের সেক্রেটারি বিশ্বজিৎ বিশ্বাস জানান, “সম্পূন মিথ্যা অভিযোগ।”
আরও পড়ুনঃ সিরিয়াল ‘চেন কিলার’-কে মৃত্যুদন্ডের সাজা

এবিষয়ে চুয়াপাড়া গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান রাজেন লামা জানান, “আমরা বিষয়টা স্পষ্ট ভাবে জানিনা। ঘটনাটি খতিয়ে দেখছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584