নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলেছেন অধিকাংশ পঞ্চায়েত সদস্য। মানিকচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ ১৬ জন পঞ্চায়েত সদস্য বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন।
তাদের অভিযোগ মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি মন্ডল পঞ্চায়েতের টাকা নয়ছয় করেছেন। এই ঘটনাতে এলাকার বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, প্রধান দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। সমস্ত পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখেই চুপিসারে প্রায় পাঁচ লক্ষের বেশি টাকা আত্মসাৎ করে নিয়েছে।
আরও পড়ুনঃ লোকসানের জের! শনিবার থেকেই নাগেরবাজারের তিনটি রুটে কমে যাচ্ছে প্রচুর বাস
পাশাপাশি করোনা মোকাবিলায় যে সমস্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা সমস্ত কিছুতেই প্রধান নির্বিকার থেকেছে। অর্থ তছরুপ ও তাতে জড়িত থাকার কারণেই অর্থের মিটিং ভেস্তে গিয়েছে। পঞ্চায়েতের সদস্যরা জানিয়েছেন, পঞ্চায়েতের বার্ষিক বাজেট মিটিং তিনবার ভেস্তে গিয়েছে। সাধারণ মানুষের কোনও কাজ করেনি গ্রাম পঞ্চায়েত প্রধান। কোনরকম নিয়ম নীতি না মেনে সমস্ত সদস্যদের অন্ধকারে রেখে পঞ্চায়েত প্রধান যা ইচ্ছা তাই করছেন পঞ্চায়েতে। প্রধান বিউটি মন্ডল এবিষয়ে কোন মন্তব্য করতে চাননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584