একশো দিনের কাজ না পাওয়ায় আন্দোলন মাথাভাঙায়

0
31

মনিরুল হক, কোচবিহারঃ

তিন মাস হল ভিন রাজ্য থেকে ফিরেছেন। কিন্তু না পেয়েছেন রেশনের এক ছটাক চাল বা গম। না পেয়েছেন ১০০ দিনের কাজ। এই অবস্থায় কার্যত অসহায় হয়ে পড়েছেন মাথাভাঙা ১ ব্লকের বৈরাগীহাট গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০০ জন পরিযায়ী শ্রমিক।

people | newsfront.co
নিজস্ব চিত্র

আজ তাঁরা সাকাতির হাট এলাকায় একটি রেশন দোকানের সামনে এসে বিক্ষোভ দেখান।এদের মধ্যে কানু বর্মণ নামে এক শ্রমিক বলেন, “আমাদের মাথাপিছু ১০ কেজি করে চাল ও একশো দিনের কাজ দেওয়ার কথা ছিল। কিন্তু তিন মাস হয়ে গেল ভিন রাজ্য থেকে কাজ করে ফিরেছি। এখনও কিছুই পাই নি। হাতে টাকা পয়সা নেই, ঘরে খাবার নেই। কাজও পাচ্ছি না কোথাও। এই অবস্থায় আমরা কি করে চলবো বুঝতে পারছি না।”

আরও পড়ুনঃ দলীয় কর্মীর উপর বিজেপি নেতার হামলার অভিযোগ, আটক এক

নৃপেন বর্মণ নামে আরেক শ্রমিকের কথায়,“গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে গেলে বলে বিডিও অফিসে যেতে। বিডিও অফিস বলে রেশনের দোকানে যেতে। রেশন দোকানদার বলে স্লিপ নিয়ে আসতে। কিন্তু কেউ আর স্লিপ বা রেশন কিছুই দেয় না। এখন তো আর সইতে পারছি না। তাই রাস্তায় নেমেছি। দরকারে আরও বড় আন্দোলনে নামবো।”মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিডিও সম্বল ঝা বলেন, “বিষয়টি খোঁজ খবর নিয়ে দ্রুত যা ব্যবস্থা নেওয়ার নেব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here