বাইসন মেরে তার মাংস খাওয়ার অভিযোগ মডেল ভিলেজের বাসিন্দাদের বিরুদ্ধে

0
69

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে মডেল ভিলেজের কাছে বাইসন মেরে তার মাংস খাওয়ার অভিযোগ উঠল মডেল ভিলেজের বাসিন্দাদের বিরুদ্ধে। এনিয়ে ইতিমধ্যেই বনবিভাগের প্রশিক্ষত অরল্যান্ডো কুকুর কে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বনকর্মীরা।

police officers | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সকালে মডেল ভিলেজের কাছে গরুমারা জঙ্গলের মধ্যে একটি পূর্ণবয়স্ক স্ত্রী বাইসনকে মরে পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। দেখাযায় বাইসনটির পিছনের দিকে মাংস কাটা অবস্থায় ছিল।

peoples | newsfront.co
নিজস্ব চিত্র

এরপরই ঘটনাস্থলে চলে আসে ডায়না ও গরুমারা রেঞ্জের রেঞ্জার সহ বনাধিকারিকেরা। চলে আসে অরল্যান্ডো নামে বনবিভাগের প্রশিক্ষত কুকুর।

আরও পড়ুনঃ সালাজপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, বিক্ষোভ স্থানীয়দের

অরল্যান্ডো মৃত বাইসনের কাছ থেকে ছুটে যায় মডেল ভিলেজের একটি বাড়িতে। সেখানে থেমে পড়ে কুকুরটি। বনকর্মীরা সেখানে রয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। বনকর্মীদের অনুমান মডেল ভিলেজের বাসিন্দারা এই ঘটনা ঘটিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here