মুর্শিদাবাদ জেলা শাসকের বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রী সহ স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি কংগ্রেসের

0
110

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলা শাসকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রক এবং মুখ্যমন্ত্রীকে চিঠি করা হলো মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে।

Manoj Chakraborty | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগ বর্তমানে ভাইরাস মোকাবিলায় পুরো রাজ্য জুড়ে যেখানে সচেতনতার একাধিক কর্মসূচি রাজ্য সরকার গঠন করছে, সেই জায়গায় মুর্শিদাবাদ জেলায় সচেতনতামূলক কর্মসূচি ও সতর্কবার্তা দিয়েও সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ।

letter | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও লকডাউন পরিস্থিতিতে জেলার বিভিন্ন প্রান্তে অনাহারে রয়েছে বহু মানুষ। তাদের সঠিকভাবে খাবার সহ সুরক্ষা বিষয়ে কোন সচেতনতামূলক উদ্যোগ নিচ্ছেন না জেলা শাসক। সে বিষয়ে সরব হয়ে সোমবার একটি সাংবাদিক বৈঠক করলেন জেলা মুখপাত্র জয়ন্ত দাস ও বিধানসভার মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী।

আরও পড়ুনঃ পারিবারিক অশান্তির জেরে জমিতে বন্ধ জল পরিষেবা বিপাকে মালিক

Jayanta Das | newsfront.co
জয়ন্ত দাস, মুখপাত্র। নিজস্ব চিত্র

জেলাশাসকের দফতরে একটি স্মারকলিপি প্রদান করতে এবং দেশের এই সংকটময় পরিস্থিতিতে জেলার সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করতে কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেখানে জেলাশাসক ও এডিএম-র কোন প্রতিক্রিয়া না দিয়েই চলে যেতে বলেন।

Manoj Chakraborty | newsfront.co
মনোজ চক্রবর্তী, বিধায়ক। নিজস্ব চিত্র

কংগ্রেসের অভিযোগ জেলাশাসক জেলার কোন বিষয়ে কথা বলতে চাইছেন না। জেলার বিভিন্ন জায়গায় অনাহার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে দিকে কোন গুরুত্ব দিচ্ছেন না। এইরূপ নানান অভিযোগের ভিত্তিতে জেলা শাসকের বিরুদ্ধতা করে সরব হলেন কংগ্রেস নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here