আরিয়ান কান্ডে ২৫ কোটি টাকার ডিলের প্রস্তাব NCB-র, চাঞ্চল্যকর অভিযোগ! ওয়াংখেড়ের পদত্যাগ দাবি মেহেতার

0
227

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

আরিয়ান খান মাদক মামলায় চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে এনসিবির বিরুদ্ধে। ২৫ কোটি টাকা পেলেই ছেড়ে দেওয়া হবে শাহরুখ খানের পুত্র আরিয়ানকে, এনসিবির পক্ষ থেকে নাকি এমনই প্রস্তাব দেওয়া হয়েছে। এমনটাই দাবি করেছেন আরিয়ান মামলায় এক সাক্ষী কেপি গোসাভির দেহরক্ষী প্রভাকর সাইল। গোসাভি ইতিমধ্যেই ফেরার। সাইল দাবি করেছেন, গোসাভিকে দিয়ে একটি সাদা কাগজে সই-ও করিয়েছে এনসিবি এমনকি নিজের প্রাণের আশংকায় রয়েছেন তিনি। আর এই সবকিছুর মধ্যে সরাসরি আঙ্গুল উঠছে এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের দিকে।

Sameer Wankhede
সমীর ওয়াংখেড়ে, এনসিবি জোনাল ডিরেক্টর। ছবিঃ পিটিআই

উল্লেখ্য, ৬ অক্টোবর প্রেস বিবৃতিতে প্রভাকর সাইলকে সাক্ষী বলে দাবি করে এনসিবি। এখন তাঁর মুখেই এই ‘ডিলের’ কথা শুনে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে টিনসেল টাউন থেকে শুরু করে রাজনৈতিক মহলে।

এরই সঙ্গে এনসিবি অফিসে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করার সময়ের একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিও নিয়ে টুইটারে প্রবল সরব হয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন , তাহলে তো মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকরে ঠিকই বলেছিলেন, মহারাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এ সমস্ত কিছু চলছে। পুলিশের সুয়োমোটো মামলা দায়ের করা উচিত।

Shahrukh Aryan

সম্প্রতি ক্রুজ পার্টি নিয়ে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। তিনি বলেন, মহারাষ্ট্রকে ‘বদনাম’ করার জন্যই এই ঘটনাকে নিয়ে এত আলোচনা, বলা বাহুল্য অভিযোগের তির বিজেপির দিকেই। গুজরাট প্রসঙ্গ টেনে এনসিবি-কে কটাক্ষ করে ঠাকরের মন্তব্য, এনসিবি মহারাষ্ট্রর থেকে সামান্য গাঁজা খুঁজে পেয়েছে। আর মুম্বাই পুলিশ ১৫০ কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার করেছে। উল্লেখ্য, বিদ্রুপ করে ছগনলাল ভুজবল বলেছেন, “শাহরুখ খান বিজেপিতে যোগ দিলেই ড্রাগস হয়ে যাবে চিনির গুঁড়ো।“

আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে ‘রাষ্ট্রবিরোধী’ আখ্যা বাবা রামদেবের

পাশাপাশি, মাদক কান্ডে পরিচালক হনসল মেহতা এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের পদত্যাগ দাবি করেছেন, টুইটারে মেহতা লিখেছেন সমীরের উচিত এই মুহূর্তে অন্তত এই মামলা থেকে বিরত থাকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here