নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বকেয়া বিলের চেক তৈরি না করায় নির্বাহী সহায়ককে মারধরের অভিযােগ উঠল পঞ্চায়েতের প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে । ওই ঘটনায় অসুস্থ নির্বাহী সহায়ককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
সােমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গির খয়রামারি পঞ্চায়েত অফিসে । অসুস্থ ওই নির্বাহী সহায়ক সঞ্জীব পান্ডের বাড়ি ইসলামপুরে ।তিনি জানান,” বহু পুরানাে একটি কাজে জোর করে বিল করাতে বলেছিলেন প্রধান সেলিনা বিবি । সেটা না করায় আমাকে প্রধান মারধর করেছে । ওই সময় তাঁর স্বামী রফিকুল ইসলাম উপস্থিত হয়ে প্রধানকে নিয়ে আমাকে জুতাে দিয়ে মেরেছেন । ”
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে শুরু প্রতিবন্ধীদের ভোট গ্রহণ
ঘটনার পর ওই সহায়ককে লােকজন মিলে ডােমকল মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান ।অসুস্থ ওই সহায়কের দাদা রমেশ পান্ডে জানান , “ ডােমকল হাসপাতাল থেকে ভাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ।পরে অবস্থার অবনতি হলে ইসলাম পুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে আবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখানেই বর্তমানে ভাই চিকিৎসাধীন রয়েছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584