ঝাড়গ্রামে শুরু প্রতিবন্ধীদের ভোট গ্রহণ

0
72

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রামে শুরু হল ভোট ! নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার প্রতিবন্ধী ও ৮০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হল। প্রথম দিনের ভোটগ্রহণে ভোটারদের বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী কর্মীদের সামনেই প্রভাবিত করছে বলেও অভিযোগ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা।

election | newsfront.co
নিজস্ব চিত্র
central force | newsfront.co
নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম শহরের এগারো নম্বর ওয়ার্ডের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় ঘটেছে এই ঘটনা। ১১ নম্বর ওয়ার্ডের ১৬৩ এবং ১৬৪ নম্বর বুথ এলাকায় প্রতিবন্ধী ও ৮০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ চলছে।সেই সময়ই স্থানীয় তৃণমূল কর্মীরা অভিযোগ করেন, স্থানীয় বিজেপির নেতা কর্মীরা নির্বাচন কমিশনের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রভাবিত করছেন।

political members | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বেলদায় যোগী আদিত্যনাথের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

তৃণমূল নেতা সোমনাথ দে বলেন, বিজেপির লোকজন নির্বাচন কমিশনের সঙ্গে মিশে বিজেপিতে ভোট দেয়া করাচ্ছে অপরদিকে অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা বাপ্পা বসাক বলেন, “আমরা নির্বাচন কমিশনের থেকে অনেক দূরে ছিলাম, সাথে তো কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই সব মিথ্যে অভিযোগ করছে।”

বাড়ি বাড়ি ভোট নিতে আসা পোলিং এজেন্ট সুমন সরেন বলেন,”২২২নম্বর ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের ১৬৩ নম্বর বুথে বাড়ি বাড়ি ভোট গ্রহণ চলছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here