২ রেশন ডিলারের শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনে অভিযোগ

0
45

নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ

সহ্যের বাঁধ ভাঙল। এবার ২ রেশন ডিলারের উপযুক্ত শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনে অভিযোগ জানালেন গ্রাহকরা। দীর্ঘদিন ধরে রেশন দ্রব্য বিলি বণ্টনে জালিয়াতি করে আসছেন দুই রেশন ডিলার।রেশন গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট দামের তুলনায় নেওয়া হচ্ছে অতিরিক্ত কেরোসিন তেলের দাম।

Ration shop | newsfront.co
নিজস্ব চিত্র

এবার ডিলারদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রশাসনিক দপ্তর অভিযোগ জানালেন গ্রাহকরা। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই পুরসভার হাটতলা এলাকায়। অভিযোগ উঠেছে রেশন ডিলার নন্দদুলাল নাগ ও প্রদ্যুৎ দালালের বিরুদ্ধে।

Customer | newsfront.co
গ্রাহক। নিজস্ব চিত্র

রেশন গ্রাহকদের অভিযোগ, ১ লিটার তেলের দাম যেখানে ১৮ টাকা, সেখানে রেশন ডিলার নন্দদুলাল বাবু ১ লিটার তেলের দাম নিয়েছেন কুড়ি টাকা। এই নিয়ে বারবার গ্রাহকরা অভিযোগ জানালেও গ্রাহকদের কথায় কোন কর্ণপাত করেননি তারা। উল্টে গ্রাহকদের কটু কথা শুনিয়েছেন দুই ডিলার। শেষে শনিবার বিকেল থেকে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ দানা বাধে।

Ration dealer | newsfront.co
অভিযুক্ত রেশন ডিলার। নিজস্ব চিত্র

শনিবার ও রবিবার তারা ক্ষোভে ফেটে পড়েন। রেশন দোকানের সামনে প্রশাসনিক দফতরে বিষয়টি জানান গ্রাহকরা। গ্রাহকদের দাবি, দ্রুত ২ রেশন ডিলারদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুনঃ রেশনের দুর্নীতি নিয়ে রণক্ষেত্র মন্তেশ্বর

রেশন ডিলার নন্দদুলালের দাবি, তিনি ভুলবশত অতিরিক্ত টাকাটি নিয়েছেন। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও অভিষেক মিশ্র বলেন, ‘পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত রেশন ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here