শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
ফের তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার বালুরঘাটে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুললেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। অভিযোগের সপক্ষে দুটি ভিডিও ক্লিপিংস সাংবাদিকদের হাতে তুলে দেন।
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে স্বচ্ছ ভারত প্রকল্পে যে শৌচাগার নির্মাণের কাজ শুরু হয়েছে, তাতে ঠিকাদারদের কাছে সরাসরি পার্সেন্টেজ চেয়ে বসেন তৃণমূলের সদ্য প্রাক্তন কার্যকরী জেলা সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল ওরফে সোনা পাল।
আরও পড়ুনঃ বনধ ঘিরে উত্তেজনা কোচবিহারে, ভাঙচুর সরকারি বাসে, গ্রেফতার ৫০
তবে ভিডিওতে দেখা যাচ্ছে জেলা পরিষদের মেন্টর সোনা পাল ঠিকাদারদের কাছে পার্সেন্টেজ চাওয়ার পাশাপাশি বলেছেন দলের উপর পর্যন্ত সকলকে এবং বিভিন্ন আমলাদের এই পার্সেন্টেজ দিতে হয়।এদিন বিজেপির এই অভিযোগের বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানান, ওই ভিডিও ক্লিপিংস তিনিও দেখতে পেয়েছেন।
ভিডিওর সত্যতা যাচাই করা হবে। পাশাপাশি তিনি জানান, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা কোনমতেই বরদাস্ত করবে না দল। আগেই সোনা পালকে কার্যকরী সভাপতির পদ থেকে সরানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584