নামখানায় দোকান ভেঙে জমি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
47

শান্তনু পুরকায়েত, দক্ষিণ ২৪ পরগনাঃ

রাতের অন্ধকারে দোকান ভাঙচুর করে জমিদখলের অভিযোগ নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।নামখানা পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মধ্যক্ষ প্রদ্যুৎ মণ্ডলের নেতৃত্বে রাতের অন্ধকারে সস্বস্ত্র অবস্থায় দোকানে ভাঙচুর চালানো হয়। দোকান মালিক বিজেপি সর্মথক সুভাষ হালদার।

Shop | newsfront.co
নিজস্ব চিত্র

নামখানা থানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের এই ঘটনা। দীর্ঘ কয়েক বছর ধরে মুদিখানা সঙ্গে অন্যান্য সামগ্রী নিয়ে দোকান করে আসছিলেন তিনি । এই দোকানের উপর ছিল তার সংসার। বৃদ্ধ বাবা মা স্ত্রী এক বিশেষভাবে সক্ষম সন্তান সহ ভাইদের নিয়ে কোনোক্রমে চলত সংসার।

আরও পড়ুনঃ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

লকডাউনের বাজারে সাতজনকে নিয়ে। সরকারি সুযোগ সুবিধা তেমন একটা পান না। দিন আনা দিন খাওয়া মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে জমিদখলের চিন্তাভাবনা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সুন্দরিকা দোয়ানিয়া নদীর চরে সেচের জায়গায় দোকান করেছিলেন সুভাষ । তিনি বিজেপির সমর্থক। বিজেপি করাতেই তার ওপর আক্রমণ নেমে এসেছে বলে অভিযোগ সুভাষের। নিজের ক্ষমতাবলে প্রদ্যুৎবাবু এই কাজ করেছেন বলে সুভাষের অভিযোগ।

তৃণমূলের এই কাজে অসন্তোষ দানা বেধেছে এলাকাবাসীদের মধ্যেও । বৃহত্তর আন্দলোনের হুমকি দিয়েছেন নামখানা মন্ডল সভাপতি দীলিপ জানা। তার অভিযোগ, জমি দখল করার এখন হুমকি দিচ্ছে প্রদ্যুৎ মণ্ডলের লোকজন । ক্যামেরার সামনে মুখ খোলেননি প্রদ্যুৎ মণ্ডল । যদিও বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা শ্রীমন্ত কুমার মালি। লক ডাউনে গরিব মানুষের দোকান ভাঙায় নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। নামখানা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here