শীতলখুচিতে দুই বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
32

নিজস্ব সংবাদদাতা কোচবিহারঃ

বিজেপির দুই কর্মীর দোকান ভেঙে দিয়ে দলীয় পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ শীতলখুচি থানার ছোট শালবাড়ি এলাকায় বুড়া পঞ্চারহাট বাজারে ওই ঘটনা ঘটেছে।

shop destroyed | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে জানানো হয়েছে, গতকাল স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সাথে তাদের বচসা হয়। তার জেরেই এদিন বুড়া পঞ্চারহাট এলাকার তাদের দুই কর্মী অনিল চন্দ্র বর্মন ও শরৎচন্দ্র বর্মনের দোকান ভাঙচুর করা হয়। এতে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

destroy | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি পবিত্র বর্মন ও স্থানীয় নেতা জিতেশ প্রামানিক অভিযোগ করে বলেন, “তৃণমূল আজ যেভাবে লাঠিসোটা নিয়ে আমাদের দুই কর্মীর দোকান ভেঙে দিয়ে তাদের দলীয় পতাকা লাগিয়ে দখল নেওয়ার চেষ্টা করেছে, সেটা মেনে নেওয়া যায় না। এভাবে সন্ত্রাস করে বিজেপিকে আটকানো যাবে না। ওরা যত বেশি সন্ত্রাস করবে সাধারণ মানুষ তত বেশি আমাদের পক্ষে আসবে।”

আরও পড়ুনঃ শ্মশান তৈরির সিদ্ধান্তের প্রতিবাদে তুফানগঞ্জে পথ অবরোধ

অন্যদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ কুমার রায় বলেন, “গতকাল বিজেপি কর্মীরাই রাতের অন্ধকারে আমাদের দলীয় কার্যালয়ে এসে আমাদের দলের পতাকা খুলে নিয়ে যায়। আজ যেখানে দোকান ভাঙার কথা বলা হচ্ছে সেখানে আমাদের কর্মীরা জঙ্গল পরিষ্কার করছিল, দোকান ভাঙার বা দলীয় পতাকা লাগিয়ে দোকান দখল করার কোন ঘটনা ঘটে নি। আসলে এলাকায় অশান্তি সৃষ্টি করতে বিজেপি এমন ভিত্তিহীন অভিযোগ তুলছে।”

আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর

রাজনৈতিক ভাবে শীতলখুচি বরাবর উত্তেজনা প্রবণ এলাকা। করোনা আবহে লকডাউন থাকায় বেশ কিছুদিন ওই এলাকা থেকে রাজনৈতিক উত্তেজনার কোন খবর সেভাবে আসেনি। কিন্তু আনলক পিরিয়ডে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে। আর সেই কারণেই শীতলখুচি ফের রাজনৈতিক ভাবে উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here