গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ । আর উত্তরবঙ্গ এখন তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলের কাছেই পাখির চোখ। এরই মাঝে চাকরি দেওয়ার নামে বিধায়কের ঘুষ নেওয়ার অভিযোগে সরগরম ধূপগুড়ি।
তৃণমূল বিধায়ক মিতালী রায়ের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখাল এসএফআই ও ডিওয়াইএফআই। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে ধিক্কার মিছিল করে বিজেপি । মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে গোটা শহর পরিক্রমা করে। মিছিল থেকে বিধায়ককে গ্ৰেপ্তার করার দাবি জানায় বিজেপি।
উল্লেখ্য চাকরি দেওয়ার নাম করে ১৩ জনের থেকে মোট ৮৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে বিধায়ক মিতালী রায়ের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ পুরসভার তৎপরতায় দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে আপ্লুত মেদিনীপুরের কৃষ্ণা জানা
এমনকি টাকা ফেরত চেয়ে তৃণমূল হাই কমান্ডকে চিঠি দিয়েছেন প্রতারিতরা বলে জানা গেছে। বিধায়ক অনুগামীদের দাবি, হয়তো গোষ্ঠীকোন্দলের ফল এটা। হয়তো বিরোধী গোষ্ঠীর নেতারা বিধায়কের উত্থান মেনে নিতে পারছেন না। তাই ভোটের আগে এরকম খবর প্রকাশ পেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584