অভিষেকের খাস তালুকেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

0
113

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

আমপান কেটে গেছে বহুদিন। আজও স্বাভাবিক হয়নি অনেক কিছুই। ডিসেম্বরে স্কুল খোলা নিয়ে সংশয় তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। কারণ এখনও দক্ষিণ ২৪ পরগনার অনেক স্কুল সংস্করণের অভাবে অকেজ অবস্থায় পড়ে রয়েছে।

School premises | newsfront.co
স্কুলের চৌহদ্দিতে চরছে গরু। নিজস্ব চিত্র

একদিকে করোনায় বন্ধ স্কুল, অন্যদিকে আমপানে তছনছ হয়ে পড়ে রয়েছে বিষ্ণুপুর বিধানসভার গাববেড়িয়া কাস্তেকুমারী গ্রাম পঞ্চায়েতের অবৈতিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলের চতুর্দিক রয়েছে আগাছায় ভরা। পড়ে রয়েছে মদের বোতল। জঙ্গলে ভরা স্কুল এখন বিশাক্ত পোকামাকড়ের বাসা হয়ে দাঁড়িয়েছে।

Primary school | newsfront.co
স্কুলের বর্তমান অবস্থা। নিজস্ব চিত্র

আমপানের পর স্কুল মুখো হননি শিক্ষক শিক্ষিকা সহ ভিইসি কমিটির প্রতিনিধিরা। যার প্রমাণ স্কুলের টালির ছাউনি। অগোছালো ক্লাস রুম। আরও অভিযোগ মহাত্মাগান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পে দুর্নীতি নিয়ে।

Destroyed house | newsfront.co
নিজস্ব চিত্র

আর সেই দুর্নীতির অভিযোগ এবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। প্রাথমিক স্কুলের চতুর্দিকে প্ল্যানটেশান করার কথা থাকলেও আজও হয়নি কিছুই। শিল পোঁতা রয়েছে ঠিকই, রয়েছে বড় করে প্রকল্পের নাম।

আরও পড়ুনঃ জঙ্গীপুরে ভাঙন পরিদর্শনে সাংসদ

Kalpana Pal | newsfront.co
কল্পনা পাল, প্রাক্তন স্কুল পরিচালন কমিটির সদস্যা। নিজস্ব চিত্র

মহাত্মাগান্ধী কর্মনিশ্চয়তা প্রকল্পের কাজের নাম দেওয়া হয়েছে “অরচার্ড প্ল্যানটেশান গাববেড়িয়া এফ পি স্কুল।” মোট খরচ ১ লক্ষ ১৯ হাজার ৩৪৯ টাকা। দেওয়ার কথা মেহুগিনি, সাল, সেগুন, সুপারি গাছ। যা বসানো হবে গাববেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের চারিপাশে। কিন্তু কোথায় কি ? স্কুলের সামনে রয়েছে মাত্র পাঁচটি গাছ। আর জঙ্গলে গোটা চারেক। বাকি সব জিঞ্জাসা চিহ্ন(?)।

Utpal Manna | newsfront.co
উৎপল মান্না, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

যদিও বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলতে চাননি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান গয়ারাম মন্ডল। পরে তিনি জানান পেমেন্ট হয়েছে যে টুকু সেটুকুই বসানো হয়েছে গাছ।

আরও পড়ুনঃ ভগবানগোলায় ক্রিকেট ম্যাচে বিদায় সংবর্ধনা পুলিশ আধিকারিককে

যদি প্রধানের কথা ধরা যায় তাহলে শিল বসিয়ে কেন এলাকায় জানানো হল? তাহলে কি ধরা পড়তেই আজ বলছে বাকি আছে কাজ! না কি এরও নেপথ্য রয়েছে অন্যকিছু? স্কুল যে ভাবে রয়েছে তাতে শতাধিক পড়ুয়ার ভবিষ্যৎ জীবন নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। শুধু তাই নয় পরিকাঠামো সৌন্দর্যায়নের নামে এমন ! তা আবার ক্ষোদ সাংসদ অভিষেক ব্যানার্জির খাস তালুকে, যা নিয়ে সরব বিজেপি নেতা সুফল ঘাঁটু। সব অবসান কাটিয়ে সমাধানের আর্জি জানিয়েছেন এলাকার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here