বালুরঘাটে দুষ্কৃতী তান্ডবে গুরুতর জখম বৃদ্ধা

0
143

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

মদের আসরে কথা কাটাকাটি থেকে বিবাদ নিয়ে এক যুবকের বাড়ি ভাঙচুরের পাশাপাশি বৃদ্ধা মহিলাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল বালুরঘাটে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের শালগ্রামের মালইপুকুর এলাকায় ঘটেছে ঘটনাটি। ঘটনার পরে গুরুতর আহত ওই বৃদ্ধাকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বালুরঘাট থানার পুলিশ।

balurghat police station | newsfront.co
নিজস্ব চিত্র

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মালইপুকুরের বাসিন্দা বিপুল বর্মন স্থানীয় আদিবাসী বাড়িতে মদ খেতে যেত। শুক্রবার সেখানে এক মহিলার সঙ্গে বিবাদ বাধে বিপুলের। চলে ধাক্কাধাক্কিও। সেই ঝামেলা মিটিয়ে নিতে মীমাংসার জন্য একটি সালিশি সভা ডাকা হয়।

আরও পড়ুনঃ সিরিয়াল কিলার কামরুজ্জামানের সাজা ঘোষণা আগামীকাল, তাকিয়ে আক্রান্তদের পরিবার

শনিবার দুপুরে বিপুল সালিশি সভায় উপস্থিত হলেও অন্য কাউকে না পেয়ে সে তার কাজে চলে যায়। অভিযোগ সন্ধ্যে হতেই ৪০-৫০ জনের একটি দুষ্কৃতী দল ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাড়ির জিনিসপত্র তছনছ করে বিপুলকে না পেয়ে বাড়ির বৃদ্ধা মহিলাকে মারধর করে ও এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ।

বিপুলের দাদা গোপাল বর্মন জানিয়েছেন, একদল দুষ্কৃতী বাড়িতে হামলা করে। বিপুল কে না পেয়ে তার বৃদ্ধা ঠাকুমাকে মারধর করেছে ওই দুষ্কৃতীরা। বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here