পুকুর কাটার নামে পুকুর চুরির অভিযোগ তপনে

0
72

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ

লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযােগ উঠল তৃণমূল পরিচালিত তপন ব্লকের ৯ নম্বর আউটিনা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একশো দিনের প্রকল্পে পুকুরের মাটি না কেটেই টাকা আত্মসাতের অভিযোগ। ঘটনায় অভিযােগ দায়ের হল মহকুমা শাসকের কাছে।সমগ্র বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সদর মহকুমা শাসক ঈশা মুখার্জি।

Allegation for Embrace money
নিজস্ব চিত্র

জানা গেছে, তপন ব্লকের ৯ নম্বর আউটিনা গ্রাম পঞ্চায়েতের এড়েন্দা গ্রাম সংসদের ধনাপাড়া এলাকার বাসিন্দা হুমায়ুন ফকির ও সহিদুর রহমান। তারা বছর কয়েক আগে নিজেদের ধানের জমির মাটি কেটে পুকুর করার জন্য পঞ্চায়েতের কাছে আবেদন জানায় ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে মাটি কাটার কথা ছিল।

আরও পড়ুনঃ সবার সব বলার অধিকার নেই, জয়ের মন্তব্য প্রসঙ্গে দিলীপের উক্তি

অভিযােগ, দিন কয়েক আগে কেন্দ্র সরকারের অনলাইন ওয়েবসাইটের তথ্য দেখে চোখ ছানাবড়া হয়ে যায় দুজনের। কারণ হুমায়ুন ও সহিদুর পুকুর করার জন্য জমি থেকে এক ছটাক মাটিও কাটা হয়নি। অথচ তাদের পুকুর খনন করা হয়েছে বলে ওয়েবসাইটে দেখা যাচ্ছে এমনকি ভুয়া মাস্টার রােল তৈরি করে লক্ষাধিক টাকা শ্রমিকের বিল দেওয়া হয়ে গেছে। টাকা নয়ছয়ের ঘটনা নজরে আসতেই সদর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযােগ জানান হুমায়ুন ও সহিদুর।

Allegation for Embrace money
নিজস্ব চিত্র

স্থানীয়দের আরও অভিযােগ এলাকায় একশো দিনের প্রকল্পের মাধ্যমে প্রায় ১১ টি পুকুর খনন করার কথা ছিল।এরমধ্যে প্রায় সাত আটটি পুকুর খনন করা হয়েছে। বাকি পুকুরের খনন হয়নি।

ভুয়াে মাস্টাররােল করে শ্রমিকদের প্রায় ১০ – ১২ লাখ টাকা দেওয়া হয়েছে বলে পুকুর চুরি করা হয়েছে। যেখানে আদতেও কোন পুকুর খনন করা হয়নি। পাশাপাশি যে সব শ্রমিক ও সুপারভাইজারের কাজ করেছিলেন তারাও সকলের টাকা পাননি বলে অভিযােগ উঠেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here