সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
গড়িয়ার পুলিশ পাড়ায় দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা।আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাদের সোনারপুর গ্রামীন হাসপাতাল ও পরে এম.আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আহতদের নাম বিশ্বজিত বড়ুয়া ও পার্থসারথি হালদার।ঘটনার প্রতিবাদে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার নেতৃত্বে নরেন্দ্রপুর থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা। ২৪ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আরও বড়সড় আন্দোলনে নামার হুমকি দিল বিজেপি।ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কর্মীদের দিকে।
অভিযোগ পুলিশপাড়া এলাকায় বিজেপি কর্মীরা যখন পতাকা লাগাচ্ছিলেন সেইসময় বাইকে করে ৬/৭ জন এসে তাদেরকে মারধর করে।এই ঘটনায় তৃণমূলের যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ সরকার।তার অভিযোগ বিজেপির গুণ্ডাবাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরা।এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দুই দল।
আরও পড়ুনঃ বিজেপি প্রার্থীর উপর আক্রমণের অভিযোগ,তৃণমূলের বিরুদ্ধে
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি৷ আজ এই স্থানেই একটি সভা করার কথা যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার।এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584