মনিরুল হক, কোচবিহারঃ
দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা পচাগড় গ্রাম পঞ্চায়েতের এলংমারি এলাকায়।
আক্রান্ত ওই দুই তৃণমূল কর্মীর নাম রজত চক্রবর্তী ও রনি মিশ্র। তাদের বাড়ি এলোংমারি এলাকায়। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।
এলাকা উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ।
যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে বলে জানা গেছে পুলিশ সূত্রে। ঘটনার পর ঘটনাস্থলে থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ থানা ঘেরাও কর্মসূচি বিজেপির
আক্রান্ত ওই দুই তৃনমূল কর্মী রজত চক্রবর্তী ও রনি মিশ্রর অভিযোগ করে বলেন, এক আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার সময় গতকাল রাতে পঞ্চানন মোড় সংলগ্ন এলোংমারি এলাকায় বিজেপি কর্মীরা তাদের লাঠি দিয়ে মারধর করে এবং বাইক ভেঙ্গে দেয়। পরে তৃণমূল কর্মীরা তাদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে। যদিও ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির স্থানীয় নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584