বিজেপি নেতা খুনের অভিযোগ উঠলো বালি পাচারকারীদের বিরুদ্ধে

0
48

সুদীপ পাল,বর্ধমানঃ

গতকাল কাঁকসার বিজেপি নেতা খুনের ঘটনায় যাদের নাম উঠে এসেছে তাদের অধিকাংশ কয়লা ও বালি পাচারের সঙ্গে যুক্ত।খুনের মূল অভিযুক্ত এলাকার বালি ঘাটগুলি নিয়ন্ত্রক।মূল অভিযুক্ত সইফুলকে সমঝে চলতেন সব পক্ষই। এলাকায় সেই হয়ে উঠেছিল সর্বেসর্বা।

bjp leader murder
নিজস্ব চিত্র

নেতাদের একপক্ষের অভিযোগ, কিছু নেতা তাদের স্বার্থসিদ্ধির জন্য সইফুল সম্পর্কে সবকিছু জেনেও এই ধরনের ব্যক্তিকে অবাধ ছাড়পত্র দিয়ে রেখেছে।নিহত বিজেপি নেতার বাবা বিজয় ঘোষও এক সময় সক্রিয় তৃণমূলের কর্মী ছিলেন। এদিনও বিজয়বাবু বলেন, আমিও পরিবর্তন চেয়েছিলাম কিন্তু এমনটা চাইনি।মৃত সন্দীপ ঘোষের মামাও সিপিএমের আমলে খুন হয়ে ছিলেন। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, সইফুল কয়লা ও বালির অবৈধ কারবারের সঙ্গে যুক্ত।এলাকায় বালির বহু অবৈধ ঘাট রয়েছে।অজয়ের বহু অবৈধ বালির ঘাট থেকে দিন রাত সব সময় সেখান থেকে বালি পাচার হয়।মৃত যুবক তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল।পরিণতি মৃত্যু বলে মত অনেকের। পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন দাসু বলেন, “সইফুল আমাদের দলের কোনও পদে নেই।অভিযুক্ত এখন ফেরার তবে তার খোঁজে তল্লাশি চলছে বলে জানান ডিসিপি অভিষেক মোদি।”

আরও পড়ুনঃ যুবতীর নলিকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here