বাঁকুড়ার নির্বাচনী জনসভায় তৃণমূলের বিরুদ্ধে কয়লা মাফিয়াগিরির অভিযোগ মোদীর

0
49

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

Allegation of  coal mafia against tmc
নিজস্ব চিত্র

ষষ্ঠ দফায় ভোট।শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে তুলতে কোমর বেঁধেছে নেমেছে শাসক বিরোধী সব পক্ষই।বিজেপির বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে আজ কমলাডাঙ্গার মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Allegation of  coal mafia against tmc
নিজস্ব চিত্র

এই জনসভা ঘিরে জলঘোলা হয় অনেক অবশেষে মোদী সকাল দশটা নাগাদ হেলিপ্যাডে থেকে বাঁকুড়ার কমলা ডাঙ্গা মাঠে অবতরণ করেন।

Allegation of  coal mafia against tmc
নিজস্ব চিত্র

২৫শে বৈশাখ রবীন্দ্রনাথের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি তার সভার কাজ শুরু করেন প্রধানমন্ত্রী।রোদকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে একটিবার স্বচক্ষে দেখতে মাঠে ভিড় করেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা।

Allegation of  coal mafia against tmc
নিজস্ব চিত্র

এদিন লোকসভা নির্বাচনের দুই প্রার্থীর সমর্থনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দিদি পুরো জোর লাগিয়ে দিয়েছিল যাতে এই সভা না করা যায়।দিদির শুধু চিন্তা হয় তার ভাইপো এবং তৃণমূলের তোলাবাজদের নিয়ে।তিনি দেশের প্রধানমন্ত্রীকে মানতে পারছেন না কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী দিদির কোন আপত্তি নেই,মানতে তার কোন আপত্তি নেই।ফণীর জন্য দিদিকে ফোন করলে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না।

Allegation of  coal mafia against tmc
নিজস্ব চিত্র

আয়ুষ্মান ভারত স্পীড বেকার দিদিই বাংলাই চালু হতে দিচ্ছে না।দিদি পিছন থেকে দাদাগিরি চালাচ্ছে।পশ্চিমবঙ্গে জগাই মাধাই রাজত্ব চলছে।জব কার্ডে সিন্ডিকেট চালাচ্ছে তৃণমূল।
কয়লা খাদান চালাচ্ছে তৃণমূল মাফিয়ারা।কয়লা খাদন থেকে টাকা বানাচ্ছে তৃণমূল।

আরও পড়ুনঃ প্রমাণ হলে আসন প্রত্যাহার,নাহলে কান ধরে ওঠবস বাঁকুড়ায় মোদীকে চ্যালেঞ্জ মমতার

Allegation of  coal mafia against tmc
নিজস্ব চিত্র

পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক নিয়েও একহাত নিলেন এদিনের মঞ্চ থেকে।তারপর তিনি বেরিয়ে যান পুরুলিয়ার উদ্দেশে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here