মুর্শিদাবাদে পঞ্চায়েতের উপপ্রধানের নামে দুর্নীতির অভিযোগ, লক্ষাধিক টাকা ঢুকছে বাংলাদেশী নাগরিকদের আ্যকাউন্টে

0
147

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

পঞ্চায়েতের উপপ্রধান ও এক অস্থায়ী কর্মীর যোগসাজশে মুর্শিদাবাদে মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের লক্ষ লক্ষ টাকা ঢুকছে বাংলাদেশী নাগরিকদের আ্যকাউন্টে।

Gura Pashla Gram Panchayat | newsfront.co
নিজস্ব চিত্র

চাঞ্চল্যকর এই দুর্নীতির অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল কংগ্রেস পরিচালিত গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও এক অস্থায়ী পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরে দুই অভিযুক্তের বিরুদ্ধে নবগ্রাম থানায় লিখিত এফআইআর দায়ের করেছেন নবগ্রাম ব্লকের বিডিও শ্রী পঙ্কজ দাস।

BDO Pankaj das | newsfront.co
পঙ্কজ দাস, বিডিও। নিজস্ব চিত্র

ঘটনার পর গ্রামেই লুকিয়ে রয়েছেন অভিযুক্ত প্রাক্তন প্রধান তথা বর্তমানের উপপ্রধান সামসুল আরিফিন। অভিযোগ ওই পঞ্চায়েতের মহাত্মা গান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের ১০০ দিনের কাজের বরাদ্দ টাকায় নির্মিত ইকো পার্ক এর কাজে অভিযুক্ত উপপ্রধান ও ঐ পঞ্চায়েতের এক ভি এল ই তাদের প্রশাসনিক ক্ষমতার অপব্যাবহার করে শতাধিক বাংলাদেশী নাগরিকদের নামে জব কার্ড ও ব্যাংকের আ্যকাউন্ট খুলে ১০০ দিনের কাজের মজুরি পাইয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের

অভিযোগ ভারতীয় জবকার্ডধারী ঐ বাংলাদেশী নাগরিকদের মধ্যে অভিযুক্ত দুজনের নিকটাত্মীয়ও রয়েছেন অনেকে। মজুরির ঐ টাকা নিজেরা তাদের এটিএম কার্ড দিয়ে তুলে আত্মসাৎ করেছেন। যার পরিমাণ কয়েক লক্ষ টাকা।

Mir Badam Ali | newsfront.co
মীর বাদাম আলী, সভাপতি নবগ্রাম ব্লক কংগ্রেসের পশ্চিম জোন। নিজস্ব চিত্র

এই অভিযোগ করেছেন নবগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি মীর বাদাম আলী। অভিযোগ উপ প্রধান সামসুল আরফিন ও পঞ্চায়েতের অস্থায়ী কর্মী সাফিকুল ইসলামের নামে নবগ্রাম বিডিও সহ জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করা হলে, তদন্তে সত্যতা মেলে বলে স্বীকার করেছেন সংশ্লিষ্ট বিডিও পঙ্কজ দাস। এরপরেই নবগ্রাম থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে নবগ্রামের বিডিও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here