সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
একাধিক অনিয়ম এবং বিদ্যালয়ের তহবিল তছরুপের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা। পশ্চিম বর্ধমানের পানাগড় বাজারে রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠে অভিভাবক অভিভাবিকারা পুরনো পরিচালন সমিতির বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। যদিও তহবিল তছরুপের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও পরিচালন সমিতির সম্পাদক।
সরকারি সাহায্য প্রাপ্ত এই স্কুল নয়। তবুও পরিচালন সমিতি ছিল। পুরনো পরিচালন সমিতির মেয়াদ শেষের পর অভিযোগ, শাসকদলের বিবাদের জেরে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন না হওয়ায় পুরনো পরিচালন সমিতির কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় আদালত, এমনটাই দাবি করছেন এই পরিচালন সমিতির সদস্যরা।
আরও পড়ুনঃ জলস্তর কমছে, সংকট বাড়ছে দুর্গাপুরে
বিদ্যালয়ের অভিভাবকদের একাংশ বলেন, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রশাসন নির্দেশ দিয়েছিল নতুন কমিটি গঠন করার। কিন্তু তা মানা হয়নি। আগের পরিচালন সমিতির বিরুদ্ধে আর্থিক তছরুপ সহ নানা অনিয়মের অভিযোগ আছে।
স্বচ্ছতার মাধ্যমে সিলেকশন করে নতুন কমিটি হোক বলে দাবি অভিভাবকদের। অভিভাবকদের আরও অভিযোগ, প্রধান শিক্ষক না থাকায় এবং পরিচালন সমিতিও সক্রিয় না হওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের ইচ্ছামত বেতন বৃদ্ধি করছেন।
এই অভিযোগ সম্পর্কে পরিচালন সমিতির সম্পাদক ও কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মৌসুমী বক্সী বলেন, আর্থিক দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, সম্পূর্ণ হিসাব দিতে তিনি প্রস্তুত। তিনি জানান, অডিট করা হয়েছে।
কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য শিক্ষক ও অভিভাবকদের একসাথে বসে সমস্যা মিটিয়ে নিতে বলেছিলেন। কিন্তু তাও সম্ভব হয়নি দেখে তিনি নিজেই এবার স্কুলের অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করবেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584