আইনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ভগবানগোলায় চলছে বাড়ি ঢালাইয়ের কাজ

0
154

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

রীতিমতো কোর্টের আইনকে অমান্য করে ১৪৪ ধারা লঙ্ঘন করে বাড়ি তৈরি করার অভিযোগ উঠল ভগবানগোলা থানার মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের মাদাঁপুর এলাকায়।

Construction work | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগ ওঠে জায়গা নিয়ে ঝামেলা থাকার কারণে জাবের শেখকে কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যেন ওই জায়গায় কোন কাজ না করা হয়।

illegal construction | newsfront.co
চলছে বাড়ি ঢালাইয়ের কাজ। নিজস্ব চিত্র

কিন্তু গতকাল কোর্টের সেই নির্দেশ লঙ্ঘন করে বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শুরু করার চেষ্টা করেন তিনি। তারপরে পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেয়। কিন্তু আবারও মধ্যরাতে কাজ শুরু করার চেষ্টা করেন, কিন্তু আবারও ঘটনাস্থলে ভগবানগোলা থানার পুলিশ গিয়ে কাজ করতে বারণ করেন।

আরও পড়ুনঃ কেষ্টপুরে যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আজ সকালে আবার কোর্টের নির্দেশ অমান্য করে বাড়ির ঢালাইয়ের কাজ শুরু করে দেন তিনি। জাবের শেখের সঙ্গে পাশের বাড়ির জকিমুদ্দিন শেখের জায়গা নিয়ে অশান্তি শুরু হয়। আবারও জাবের শেখ কাজ শুরু করলে তার কিছুক্ষণ পরেই জকিমুদ্দিন শেখের পরিবারের লোকজন কাজ বন্ধ করে দেয়।

Murshidabad police | newsfront.co
পুলিশের উপস্থিতি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফুলবাড়িতে দুটি ট্রাকের সংঘর্ষে মৃত ১

জকিমুদ্দিন শেখের ভাই জসিমউদ্দিন বলেন, “যদি ওদের ঘর করার পারমিশন থাকে তাহলে মধ্যরাতে কেন চুরি করে ঘর তৈরি করছে।” তিনি এ ঘটনার সঙ্গে স্থানীয় মেম্বার জড়িয়ে থাকার অভিযোগও করেন।

গতকাল এই ঘর তৈরি করা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং জকিমুদ্দিনের পরিবারের দুইজন লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানা গিয়েছে। পুলিশের পারমিশন না থাকা সত্ত্বেও কিভাবে ঘর তৈরি করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here