সকাল থেকে ধারাবাহিক বিস্ফোরণে হাহাকারের আর্তনাদ শ্রীলঙ্কা জুড়ে

0
129

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

serial blast in srilanka
ছবিঃ টুইটার

সকাল দশটার পর থেকে ধারাবাহিকভাবে একাধিক বিস্ফোরণে কেঁপে উঠলো শ্রীলংকার রাজধানী কলম্বো সহ পার্শ্ববর্তী এলাকা।

সর্বশেষ খবর অনুযায়ী কলম্বো সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ফলে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫৬।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত আটটি বিস্ফোরণ ঘটে।সপ্তম বিস্ফোরণটি রাজধানী কলম্বো থেকে সামান্য দূরে দেহিওয়ালা মাউন্ট লাভিনিয়া দাহিওয়ালা চিড়িয়াখানার। আর এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২জনের।

serial blast in srilanka
ছবিঃ এএনআই

কলম্বো ন্যাশনাল হাসপাতাল সূত্রে খবর,এই ধারাবাহিক বিস্ফোরণের ফলে শ্রীলংকার রাজধানী কলম্বোয় মৃত্যু সংখ্যা ৪৫,উত্তর কলম্বোর নেগোম্বর গির্জায় মৃত্যু সংখ্যা ৬৭ এবং বাট্টিকালোয়ার গির্জায় মৃত্যু সংখ্যা ২৫।
হাসপাতাল সূত্রে জানা গেছে নিহতদের মধ্যে প্রায় ৩৫ জন বিদেশি নাগরিক রয়েছেন।

গির্জা গুলির পাশাপাশি শ্রীলংকার বেশ কিছু নামকরা হোটেলেও বিস্ফোরণ ঘটেছে। সাংরি লা,সিনামোল গ্র্যান্ড ও কিংসবারি হোটেল প্রভৃতি হোটেল গুলোতে বিস্ফোরণ ঘটেছে।এছাড়াও যে গির্জা গুলিতে বিস্ফোরণ হয়েছে তার কাছাকাছি হোটেল গুলোতেও বিস্ফোরণ ঘটিয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার কৌটো,ছুঁড়ে ফেলতেই বিস্ফোরণ

রাজধানী কলম্বোকে ব্যাপক নিরাপত্তার আওতায় মুড়ে ফেলেছে শ্রীলংকা সরকার। নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য শ্রীলংকার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণের ঘটনার জেরে শ্রীলঙ্কা থেকে আন্তর্জাতিক বিমান চলাচলও বিড়ম্বনার পথে দাঁড়িয়ে রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here