বেআইনীভাবে রেশনদ্রব্য বিক্রির চেষ্টার অভিযোগ

0
45

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

allegation of trying to sell illegally ration goods
বাজেয়াপ্ত আটা।নিজস্ব চিত্র

রেশনের আটা অন্যত্র বিক্রি করার আগেই আটক করল এলাকাবাসী।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে।স্থানীয় মানুষদের অভিযোগ,ঐ এলাকার রেশন ডিলার শশাঙ্ক দাসের ছেলে সুরজিৎ দাস আজ এলাকারই শ্রীনাথ চৌধুরী নামে এক খাটাল মালিককে বেআইনি ভাবে চার বস্তা রেশনের আটা বিক্রি করে।

allegation of trying to sell illegally ration goods
আটক আটা বাজেয়াপ্ত।নিজস্ব চিত্র

সেই আটা রিক্সায় করে নিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে এলাকাবাসীদের সন্দেহ হলে তারা রিক্সা ওয়ালাকে জিজ্ঞেস করায় রিক্সাওয়ালা শ্রীনাথ চৌধুরীর বাড়িতে দিতে যাওয়ার কথা বলে।

allegation of trying to sell illegally ration goods
গৌতম বিশ্বাস,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

এরপরই এলাকাবাসীরা ঐ চার বস্তা আটা আটকে রেখে রেশন ডিলারকে খবর দেয়। এলাকার মানুষ জানতে পারে ২ টাকার পরিবর্তে ৫/৬ টাকা কিলো দরে ঐ আটা বিক্রি করা হচ্ছিল।

আরও পড়ুনঃ জাল সিবিআই অফিসার ধৃত পুলিশের জালে

allegation of trying to sell illegally ration goods
রবি কাহার,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

এরপর পুলিশে খবর দিলে বেলদা থানার পুলিশ এসে আটা গুলি বাজেয়াপ্ত করে এবং ঐ রেশন ডিলারের বিরূদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন এলাকাবাসীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here