অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আর্জেন্টিনা তারকা দিয়েগো মারাদোনার মৃত্যু কি স্বাভাবিক নাকি এর পিছনে কোনো রহস্য আছে! তাঁর ঘনিষ্ট মহলে এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল মৃত্যুর দিনই। এখন তা নিয়েই শুরু হয়েছে তদন্ত। পুলিশের বিশেষ এক তদন্তকারী দল দীর্ঘক্ষণ জেরা করেছেন প্রয়াত ফুটবলারের ব্যক্তিগত চিকিৎসককে। পাশাপাশি নেওয়া হয়েছে দেখভালের দায়িত্বে থাকা নার্সদের বয়ানও। আর এই নার্সদের বয়ানেই উঠে আসছে একের পর এক বিভ্রান্তি।
দুজন নার্স জানিয়েছেন সকালে তারা মারাদোনাকে ওয়াশরুমে যেতে দেখেছেন। পরে পরীক্ষা করতে গেলে মারাদোনা তা করতে অস্বীকার করেন। অপর একদল নার্স বলছেন, একথা সত্য নয়। সেদিন সকালে দায়িত্বে থাকা নার্সরা তাঁর চেক-আপই করেননি।
শুধু তাই নয়, অসুস্থ বোধ করার পর অ্যাম্বুলেন্স আসতেই দীর্ঘ সময় নিয়েছিল। যা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ তদন্ত শুরু করেই জেরা করেছেন তাঁর চিকিৎসককে। পাশাপাশি যেখানে দিয়েগোর অস্ত্রোপচার হয়েছিল সেই হাসপাতালেও সমস্তরকম তল্লাশি এবং জেরা করা হয়েছে।
আরও পড়ুনঃ ভারতে কৃষকদের আন্দোলনকে সমর্থন সিডনি ক্রিকেট মাঠে, পাশে থাকার বার্তা মন্টি পানেসারেরও
মারাদোনার মূল সমস্যা ছিল ফুসফুসে মারাত্মক সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা। কিন্তু আচমকাই তাঁর সেরিব্রাল অ্যাট্যাক হয়। যার ফলে দ্রুত অস্ত্রোপচার করতে হয়েছিল। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর একাধিক নার্স ও চিকিৎসক থাকা সত্ত্বেও কেন এমন হলো তা নিয়ে সন্দেহ তৈরী হয়।
আরও পড়ুনঃ বিওএ’ র নির্বাচন উত্তপ্ত মুখ্যমন্ত্রীর দাদা-ভাইয়ের লড়াই নিয়ে
আর তা হতেই মারাদোনা কন্যা এবং পরিবারের অন্যান্যরা সরাসরি খুনের অভিযোগ এনেছেন। যার ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। তার কন্যারা চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে।
যে হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল সেখানে চলছে তল্লাশি মৃত্যুর আগের দিন মারাদোনার এক প্রতিবেশী নিজের বাড়ি থেকে তুলেছেন তারকার শেষ ছবি। জীবনের শেষ পথেও বিতর্ক ও প্রশ্ন রেখে গেলেন ফুটবল ঈশ্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584