নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রাজ্য সরকার যতই বলুক কাটমানি কোন মতেই নেওয়াও যাবে না। এই বাক্যটা রাজ্য সরকারের শুধু কথাই থেকে যাচ্ছে । এই কাটমানি বন্ধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোনভাবেই তারা কাটমানি যেন না নেয়।
এমনকি সপ্তাহে একদিন করে সাধারন মানুষের অভাব অভিযোগ শুনতে হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে তাতে কি বা যায় আসে।ডোমকল পুরসভাসভার বিরুদ্ধে অনেকবারই এই কাটমানির অভিযোগ উঠেছে, কিন্তু কোন কাজ হয়নি। ফলে এবার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠল কাটমানির অভিযোগ।
তিনি বাংলা আবাস যোজনা ঘরের নামে সাধারন মানুষের কাছ অবাধে টাকা তুলছে। বৃহস্পতিবার এমনি এক ঘটনা সামনে আসলো।বাসিন্দাদের ঘরের লিস্টে নাম থাকার পরেও, তাদেরকে ঘর দেওয়া হচ্ছে না। বাসিন্দারা যদি টাকা না দিতে চান, তাহলে কোনও ঘর নেই বলে সাফ জানিয়ে দিচ্ছেন প্রধান ও তার সহকর্মীরা।
বৃহস্পতিবার ঘোড়ামারা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধানের নামে ডোমকল বিডিও অফিসে লিখিত অভিযোগ করলেন বাসিন্দারা। এই নিয়ে মোট ২১ জন বাসিন্দা দাবি তোলেন যে, তাদের লিস্টে নাম থাকার পরেও তাদের কাছে এসে বলছেন যে ২০/৩০ হাজার করে টাকা লাগবে না হলে ঘর হবে না।
আরও পড়ুনঃ নবান্ন থেকে ফালাকাটায় উদ্বোধন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের
এ নিয়ে এক বাসিন্দা জানান, “আমরা সাধারণ মানুষ সরকারের ঘর পাচ্ছি তাহলে কেনো টাকা দেব। তাই আজ আমরা আমাদের লিখিত অভিযোগ বিডিও অফিসে জমা দিলাম”।
তবে ১০ নম্বর অঞ্চল প্রধান আরফাতন মণ্ডল বলেন, “এটা একটি মিথ্যা অভিযোগ, আমি সিরিয়াল অনুযায়ী লিষ্টের প্রতিটি ব্যক্তিকে ঘর দিয়েছি। আর যারা বাকি আছে সময় মতো পাবে। তবে যারা আমার নামে দুর্নীতির অভিযোগ করছেন তারা বাস্তবে আমার দলের কর্মী নয়।
তারা আগামী বিধানসভা নির্বাচনের আগে অন্য দলে যাবার জন্য তাদের রাস্তা করছে দলের বদনাম করে।তবে আমি মানুষের উন্নয়নের জন্য প্রধান হয়েছি। কেউ আমার নামে বিভিন্ন ভাবে বদনাম করছেন সেটায় আমি কিছু মনে করিনা মানুষই শেষ কথা”।
আরও পড়ুনঃ রামভি লোহারপুলে দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে পর্যটনমন্ত্রী
অন্যদিকে প্রধান আরফাতন মণ্ডলের স্বামী বাবলু মণ্ডল জানান, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলি। যারা অভিযোগ করছেন তারা দলের কর্মী না বলে আমি মনে করি। এই কাটমানি নিয়ে প্রকাশ পাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব । নিজের দলের বিরুদ্ধে দলের কর্মীরা অভিযোগ জানাচ্ছে। এর থেকে লজ্জার কিছু নেই”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584