নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছাতিনাকান্দি তালারপার রোডে বিগত কয়েক বছর ধরে রয়েছে জীর্ণদশা। প্রতিক্ষণে সেই রাস্তা সংস্কারের দাবি করে আসছে এলাকার বাসিন্দারা, তবে দীর্ঘ টালবাহানার পরও আজ পর্যন্ত রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীরা।
এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর তথা বিজেপি নেতা গৌতম রায় ওই রাস্তা করতে বাধা দিয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তৃণমূল চালিত কান্দি পৌরসভার পক্ষ থেকে এলাকা পরিদর্শনে এলেন কান্দি পৌরসভার প্রশাসক সদস্য দেবল দাস।
এলাকা পরিদর্শনে এসে তিনি জানতে পারেন, ২০২০ সালে ওই রাস্তার টেন্ডার পায় ছাতিনাকান্দি কো-অপারেটিভ। তবে রাস্তার টেন্ডার হবার পরও এখনো পর্যন্ত রাস্তা সংস্কার কেন হল না তা খতিয়ে দেখবে কান্দি পৌরসভা এবং অবিলম্বে রাস্তা সংস্কার করার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক সদস্য দেবল দাস। ছাতিনাকান্দি তলারপাড় রোড সংস্কার নিয়ে এখন কান্দির রাজনীতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুনঃ পুরুলিয়ায় পুলিশ ও পুরসভার যৌথ উদ্যোগে ‘গরু হটাও’ অভিযান
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সংস্কার না হবার কারনে সামান্য বৃষ্টি হলেই রাস্তাতে জল দাঁড়িয়ে থাকছে নির্মাণ কাজের জন্য বা চাষাবাদ করে ফসল নিয়ে আসা ট্রাক্টর প্রবেশ করতে পারছে না তাদের পাড়ায়। যাতে রাস্তা দ্রুত সংস্কার হয় তার তীব্র দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা। এখন দেখার বিষয় রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এই রাস্তার সংস্কার কবে হয়?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584