মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ ১ নং ব্লকের ধলপল ২ নং অঞ্চল অন্তর্গত ছাটারামপুর এলাকায়।

অভিযোগ, এদিন তৃণমূল কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে বসে সাংগঠনিক কাজ করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করে কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাইক নিয়ে এসে ওই কার্যালয়ে বসে থাকা কর্মী সমর্থকদের উপর চড়াও হয়ে হামলা চালায়। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
ঘটনায় তিনজন কর্মী নাজিমউদ্দীন মিঞা, রঞ্জিত সরকার, গৌর আলি গুরুতরভাবে আহত হয়। বর্তমানে তারা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের বেডে শুয়ে আহত নাজিমউদ্দীন মিঞা জানান, আমি এদিন দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা করছিলাম। ঠিক সেই সময় কিছু দুষ্কৃতীরা বাইকে করে এসে আমাদের কার্যালয়ে ঢুকে আক্রমণ চালায়। ঘটনায় আমি আক্রান্ত হই।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ কুমার সরকার বলেন, আমাদের কর্মীরা দলীয় কার্যালয়ে বসেছিলেন। ঠিক সেই সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপর অতর্কিতে আক্রমণ চালায়।
আরও পড়ুনঃ পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার দুই বাংলাদেশি যুবক
এবিষয়ে তুফানগঞ্জের বিজেপি নেতা উৎপল দাস বলেন, তৃণমূল নিজেদের মধ্যে ক্ষমতা দখলের এই লড়াই করছে। বিজেপি গুন্ডামির রাজনীতি করে না। ওরা চক্রান্ত করে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই ঘটনার সাথে বিজেপির কোনও যোগ নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584