খয়রামারী অঞ্চলের তৃণমূলের প্রধানকে মেরে ফেলার উদ্দেশ্যে বোমাবাজির অভিযোগ সভাপতির বিরুদ্ধে

0
82

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

জলঙ্গী বিধানসভার খয়রামারী অঞ্চলের তৃণমূলের প্রধান হাসিনা বানুকে প্রাণে মেরে ফেলার উদ্দেশে বোম ফেলার অভিযোগ উঠল অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে।

Bomb attack
নিজস্ব চিত্র

প্রধান হাসিনা বানু তার বাবার বাড়িতে আছে এই সন্দেহ করে সেই বাড়িতে বোম ফেলা হয় কিন্তু ঘটনার সময় বাবার বাড়িতে ছিলেন না প্রধান। ফলে তিনি প্রাণে বেঁচে যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Hasina Banu
প্রধান হাসিনা বানু। নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

ঘটনা প্রসঙ্গে প্রধান জানান, অঞ্চল সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। যদিও ঘটনার কথা অস্বীকার করেন বর্তমান অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বিজেপির পতাকা পোড়ানোকে কেন্দ্র করে চাঞ্চল্য

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here