নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
শ্বাসকষ্টজনিত এক রোগীকে স্থানান্তরিত করার কারণে উত্তেজিত রোগীর আত্মীয়রা। চিকিৎসক ও নার্সকে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার অন্তর্গত শক্তিপুর প্রাথমিক ব্লক হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত্রে এক রোগী শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হন হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনুপম মন্ডল ওই রোগীর প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করে দেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
অভিযোগ, রোগীকে রেফার করা যাবে না বলে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। রোগীর আত্মীয়দের বক্তব্য, শক্তিপুর হাসপাতালেই চিকিৎসা করতে হবে ওই রোগীর। এরপর রোগীর আত্মীয়রা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে মারধর করে। আহত চিকিৎসক ও নার্সকে মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি করা হয়। নির্মম এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে শক্তিপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ ছাত্রছাত্রীর যোগ্যতা নয় ‘ধর্মই’ যোগ্যতার মাপকাঠি !
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584