খালিদ মুজতবা, মুর্শিদাবাদঃ
এক মহিলাকে মারধর ও গলাটিপে খুন করার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাণীনগর থানা এলাকার গোধনপাড়া গ্রামে।
ছয় বছর আগে রানীনগর থানার গোধনপাড়া গ্রামের মিনারুল সেখের সঙ্গে ডোমকল থানার পেচের পাড়া গ্রামের এরসিনা বিবির (২১) বিয়ে হয়। তাদের চার বছর ও সাত মাস বয়সী দুটি বাচ্চা আছে।
এরসিনা বিবির বাবার অভিযোগ, গত সোমবার রাত্রে তার জামাই মিনারুল সেখ ও তার পরিবারের লোকজন তার মেয়েকে মারধর করে গলা টিপে খুন করে।
পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই এরসিনা বিবির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত মিনারুল সেখ ও তার পরিবারের লোকজন। বাবার বাড়িতে এই নিয়ে অভিযোগও জানিয়েছিল এরসিনা বিবি। কিছুদিন আগে মিনারুল সেখ এরসিনা বিবির বাবার বাড়িতে ফোন করে মেয়েকে খুন করার হুমকি দেয়। এই বিষয়টি মিটমাট হয়ে গেলেও এরসিনা বিবির মা গত সোমবার রাত্রে তার মেয়েকে ফোন করে , মিনারুল সেখ ফোন ধরে জানাই এরসিনা বিবি ঘুমিয়ে আছে কিন্তু পাশ থেকে দুই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেলে সন্দেহ দানা বাঁধতে শুরু করে এরসিনা বিবির মায়ের মনে।
মঙ্গলবার এরসিনা বিবির বাড়ির লোকজন মেয়ের শ্বশুর বাড়িতে এলে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনাস্থল থেকেই মিনারুল সেখ ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ দুর্গাপূজার দখল ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ১
এরপর রানীনগর থানায় অভিযোগ দায়ের করা হলে, পুলিশ মঙ্গলবার রাত্রে মৃতদেহটি থানায় নিয়ে আসে। মৃতের মুখ,গলা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল বলে অভিযোগ। মৃতের বাবা তার জামাই মিনারুল সেখ, তার বাবা মোজাম্মেল সেখ, মা, দুই ভাই ও বোনের বিরুদ্ধে রানীনগর থানায় অভিযোগ করেন।
পলাতকদের খোঁজে অভিযান চালাচ্ছে রানীনগর থানা। আজ বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584