নিজস্ব সংবাদদাতা,কান্দি:পণের পাওনা পঞ্চাশ হাজার টাকা দিতে না পারায় গৃহবধূকে গলা টিপে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। বুধবার সকালে মুর্শিদাবাদের কান্দি থানার বেনেপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম জবা রাজবংশী (১৯)। বেনেপুর গ্রামে তাঁর বাড়ি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। ঘটনায় মৃতার মা মল্লিকা রাজবংশী তাঁর স্বামী প্রশান্ত রাজবংশী সহ পরিবারের ৫ জনের নামে কান্দি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।
কান্দি থানার পুলিশ জানান, অভিযোগ পেয়েছি। ঘটনায় অভিযুক্তরা সকলে পলাতক। তাদের খোজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। সমস্থ ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। মৃতার মা মল্লিকা রাজবংশী অভিযোগের সুরে বলেন, বিয়ের সময় মাত্র পঞ্চাশ হাজার টাকা বাকি রাখি। ওই টাকা দিতে পারিনি। তাই বিয়ের পর থেকেই আমার মেয়েকে মারধোর করত তার স্বামী ও পরিবারের লোকেরা। এদিন গলা টিপে আমার মেয়েকে ওরা মেরে দিয়েছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
জানা গিয়েছে, মাত্র মাস ছ’য়েক আগে কান্দি থানার বেনেপুর গ্রামের প্রশান্ত রাজবংশীর সঙ্গে ওই একই থানা এলাকার গোররহাটি গ্রামের জবা রাজবংশীর সম্বন্ধ করে বিয়ে হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584