মোহনা বিশ্বাস, কলকাতাঃ
সম্প্রতি জোটের রাজনীতিতে বিশ্বাসী হয়ে পড়ছে কিছু রাজনৈতিক দল। তাই বামফ্রন্ট কংগ্রেস জোটের পর এবার আরও তিনটি রাজনৈতিক দল জোট বাঁধল রাজ্যে। যে তিনটি রাজনৈতিক দল নতুন করে জোঁট বাঁধল সেই তিনটি দল হল- রাষ্ট্রীয় জনাধিকার সুরক্ষা পার্টি, রিপাবলিকান পার্টি অফ্ ইন্ডিয়া এবং হিন্দু মহাসভা। এই জোটের নতুন নাম ‘বঞ্চিত বহুজন অ্যালায়েন্স’। এই জোটের সভাপতির পদে থাকছেন আরজেএসপি-র সর্বভারতীয় সভাপতি দেবকুমার চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক পদে থাকছেন আরপিআই-এর রাজ্য সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক।
মদ মুক্ত বাংলা ও ধর্ষণমুক্ত সমাজ গড়ে তোলাই এই জোটের মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য আগামী ১৪ ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবের সামনে প্রথম একটি কর্মসূচী গ্রহণ করতে চলেছে এই জোট। জোট প্রসঙ্গে সভাপতি দেবকুমার চ্যাটার্জী বলেন, এই নতুন জোটে বিভিন্ন দল যুক্ত হতে পারে। এখানে কোনো বাধ্যবাধ্যকতা নেই। যার কারণেই জোটের নাম রাখা হয়েছে ‘বঞ্চিত বহুজন অ্যালায়েন্স’। যেসব দল এই জোটের সাথে যুক্ত হতে চায় সেইসব দলের সাথে এই নতুন জোটের চিন্তাধারা মিলে গেলেই তারা তাদের জোটের সাথে যুক্ত করবে নতুন কোনো দলকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584