জট খুলতে চলেছে সংযুক্ত মোর্চার

0
124

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

সংযুক্ত মোর্চার জট খুলতে চলেছে। মঙ্গলবার আলিমুদ্দিনে বৈঠকের পর হাসিমুখ নিয়ে বেরিয়ে আসেন কংগ্রেস নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তাঁরা বলেন, ‘সমাধানের পথে মহাজোট। আজ অনেকটাই এগলো। দু একটি আসনের পরিবর্তন নিয়ে আলোচনা বাকী আছে।’ পরে বৈঠক থেকে বের হয়ে সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম বলেন,’সংযুক্ত মোর্চার জোট হবেই।’

Abbas siddiqui | newsfront.co
প্রতীকী চিত্র

এদিন আলিমুদ্দিনের বৈঠকে বসেছিলেন আব্দুল মান্নান, বিমান বসু, আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী।
সমাধানের পথ প্রায় শেষ হতে চলেছে। একটা দুটো সিট নিয়ে একটু সমস্যা আছে। খুব দ্রুত সেই সমস্যা মিটে যাবে।এমনটিই জানালেন আব্দুল মান্নান। কংগ্রেসের তরফে এদিনই ঘোষণা হতে পারে কটা বিধানসভা আসনে কংগ্রেস লড়াই করবে।

আব্বাস সিদ্দিকীর প্রতিনিধি হয়ে ভাই নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, উত্তরবঙ্গের জন্য আইএসএফ ছটি আসন এই বৈঠকে তারা চেয়েছে।মুর্শিদাবাদ জেলার যেসব আসনগুলিতে কংগ্রেসের হার হয়েছে সেই আসনগুলোয় দাবি করেছে আইএসএফ। বাম কংগ্রেসের সিদ্ধান্ত নিয়েই তারা জানাবেন আগামী দিনে কয়টি বিধানসভা নির্বাচনে লড়াই করবে আইএসফ। আগামীকাল থেকেই আইএসএফ এক তরফে প্রার্থী ঘোষণা করতে পারে। প্রচারেও বাম- কংগ্রেস -আইএসএফ একসঙ্গে নির্বাচনী প্রচার করবেন।

প্রথম দফা ভোটে আইএসএফ মোট আটত্রিশটি আসনে লড়াই করবে। ত্রিশটি আসন বামেদের পক্ষ থেকে ছাড়া হয়েছে। বাকি আটটি আসন দক্ষিণবঙ্গে কংগ্রেসের আসন থেকে ছাড়া হচ্ছে। তবে উত্তরবঙ্গে কয়টি আসন আইএসএফ কে ছাড়া হবে এইটি নিয়ে আলোচনা চলছে। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হব।

অন্য দিকে বুধবারই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট বলে খবর। আলিমুদ্দিন সূত্রের খবর, বুধবার প্রথম দু’দফায় ষাট আসনের মধ্যে নিজেদের ভাগে থাকা আসনগুলির প্রার্থী তালিকা ঘোষণা করবে বামফ্রন্ট। শরিকদের ভাগের আসনগুলিতে কংগ্রেস ও আইএসএফ নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করবে।

আরও পড়ুনঃ জোটের গরিমা ক্ষুণ্ণ হল ব্যাখ্যা আনন্দের, পাল্টা জবাব অধীরের

বহু জটিলতার পর বাম-কংগ্রেস-আইএসএফের জোট প্রক্রিয়া শেষের মুখে। কংগ্রেস ও আইএসএফের মধ্যে আসন নিয়ে সামান্য জটিলতা থাকলেও, তা শীঘ্রই কাটতে চলেছে বলে ফ্রন্ট সূত্রের দাবি। এদিকে মঙ্গলবারই প্রথম দফার নির্বাচনের জন্য বিবৃতি জারি করছে কমিশন। শীঘ্রই শুরু হয়ে যাবে মনোনয়ন প্রক্রিয়া। তাই আর দেরি করতে চায় না বামফ্রন্ট।

তৃণমূল, বিজেপির মতো বামেদের প্রার্থী তালিকাতেও বেশ কিছু চমক থাকছে। এবারে প্রার্থী হতে চলেছেন রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী সুশান্ত ঘোষ। তিনি লড়তে পারেন শালবনি আসন থেকে। প্রার্থী তালিকায় জায়গা পাচ্ছেন তপন ঘোষ, দেবলীনা হেমব্রম, তাপস সিনহাও। আরেক প্রাক্তন মন্ত্রী তপন ঘোষ প্রার্থী হচ্ছেন গড়বেতায় বলে জানাযায়। আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রম প্রার্থী হচ্ছেন রানিবাঁধ কেন্দ্র থেকে।

আরও পড়ুনঃ নানান অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

চমকপ্রদভাবে এবারের নির্বাচনে লড়ছেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর পরিবর্তে নারায়ণগড় কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক তাপস সিনহা। ঝাড়গ্রাম কেন্দ্রে প্রার্থী হতে পারেন মধুজা সেনরায়। পাঁশকুড়ায় বর্তমান বিধায়ক ইব্রাহিম আলিকেই প্রার্থী করা হতে পারে। পাশাপাশি একটি সূত্রে জানা গেছে আইএসএফের সঙ্গে কংগ্রেসের আসন জট কার্যত কাটার মুখে। দক্ষিণবঙ্গে যাবতীয় জট কেটে গিয়েছে।

সূত্রের খবর, আইএসএফের জন্য আরও ছ’টি আসন ছাড়ছে কংগ্রেস। উত্তরবঙ্গ নিয়ে আলোচনা চলছে। মালদহ-মুর্শিদাবাদে ২-৩টি আসনে প্রার্থী দিতে চায় আইএসএফ। কিন্তু কংগ্রেস তাতে রাজি নয়। যা নিয়ে সামান্য জটিলতা আছে। তবে, সেসব আজই কেটে যেতে পারে। এদিকে কংগ্রেসও নিজেদের মতো করে প্রার্থী তালিকার খসড়া তৈরি করে ফেলেছে। যা এআইসিসিতে পাঠানো হবে। সেখান থেকে অনুমতি মিললেই প্রার্থী ঘোষণা করবে হাত শিবির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here