নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সংক্রমণ রুখতে এতদিন যারা এলাকা স্যানিটাইজার করার পাশাপশি স্থানীয় দুঃস্থ মানুষদের হাতে পৌঁছে দিয়েছিলেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এবার তারাই হাঁটলেন একটু অন্য পথে। এখানে তারা অর্থাৎ রায়গঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের বলা হয়েছে।
শহরকে জীবাণুমুক্ত করার পাশাপাশি এবার রাজ্য ও জাতীয় সড়ক জুড়ে অসংখ্য ভবঘুরে ও ভিক্ষা জীবি মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালো এই সংগঠন। মূলত এই লকডাউনে যারা দু’বেলা পেট ভরে খেতে পাচ্ছিলেন না, তাদের হাতে এবার খাবার তুলে দিলেন সংগঠনের সদস্যরা।
আরও পড়ুনঃ এবার অভুক্ত গবাদিপশুদের মুখে খাদ্য তুলে দিল পুলিশ
যদিও এ বিষয়ে সংস্থার সম্পাদক সিদ্দিক আলম জানান, “রবিবার থেকে উত্তর দিনাজপুর জেলার সীমান্ত সোনাপুর ছাড়িয়ে দার্জিলিং জেলার প্রায় বিধাননগর পর্যন্ত এলাকায়। সেই এলাকার রাস্তার দু’পাশে থাকা অসংখ্য ভিক্ষা জীবি ও ভবঘুরেদের দুপুরের খাবার তুলে দেওয়া হয়েছে”।
তাদের মধ্যে অনেকেই অভুক্ত ছিলেন, আবার অনেকে সামান্য কিছু খেতেও পেয়েছিলেন। তাই সব মিলিয়ে এই সংকট পরিস্থিতিতে অনেকদিন বাদে এই আহার পেয়ে খুশি ভবঘুরেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584