পুজোর পর আসছে ‘অল্প হলেও সত্যি’

0
164

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

পুজোর পর একেবারে নতুন স্বাদের ছবি নিয়ে দর্শকের দরবারে হাজির হতে চলেছেন পরিচালক সৌমজিৎ আদক। ছবির নাম ‘অল্প হলেও সত্যি’। সোমবার প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। ছবির গল্পে ভালোবাসার মায়াজালে জড়িয়ে রয়েছে চার চরিত্র। তার মধ্যেই দুটি চরিত্রের নাম গুঞ্জন-সিদ্ধার্থ, যাঁরা অফিসের সহকর্মী তো বটেই আবার একাধারে তাঁদের বিয়েরও প্রস্তুতি শুরু হয়েছে। আর অপর দুই চরিত্রের নাম অর্জুন-অমৃতা। ভাড়াটিয়া আর বাড়ির মালিকের মেয়ে হলেও যাঁদের সম্পর্ক অনেকটা দৃঢ়। নয়তো বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি ছেড়ে অমৃতা কেনই বা শুধু শুধু ক্যান্সার আক্রান্ত অর্জুনের দেখাশোনা করার কথা ভাববে বলুন?

Alpo holeo sotti

ছবির গল্প কিন্তু অন্য কথাও বলতে পারে। ওই যে কথায় আছে, ক্লাইম্যাক্স। ছবিতে সর্বদা গল্পের মোড় যে ঘুরে যায় তা দর্শকের অজানা নয়। এই ছবিতেও যখন গুঞ্জন শেষবারের জন্য তাঁর জীবনের প্রথম ক্রাশ ক্যান্সার আক্রান্ত অর্জুনের সঙ্গে দেখা করতে যাবে আর সেখানে গিয়ে যখন সিদ্ধার্থ-র দেখা হয়ে যাবে তাঁর প্রাক্তন প্রেমিকা অমৃতার সঙ্গে। তখনই কি ঘুরে যাবে গল্পের মোড়? নাকি ছবির গল্প অন্য কথা বলবে? তা জানতে হলে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দর্শককে। পুজোর পরই সেই ভালোবাসার মায়াজাল নিয়ে দর্শকের সামনে ধরা দেবে ‘অল্প হলেও সত্যি’।

আরও পড়ুনঃ আয়কর ফাঁকির অভিযোগ নিয়ে মুখ খুললেন সোনু, টুইটারে দিলেন জবাবও

রূপ প্রোডাকশন এর ব্যানারে, অঙ্কিত দাস ও সুরেশ তোলানির হাত ধরেই আসছে সৌমজিৎ আদকের প্রথম ছবি ‘অল্প হলেও সত্যি’। এই ছবিতে অভিনয় করছেন সৌরভ দাস, দর্শনা বণিক, ঋষভ বসু, সৃজনী মিত্র সহ আরও অনেকে। রূপ প্রোডাকশনের ছবি ‘গুলদস্তা’র জনপ্রিয়তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে দর্শকদের প্রত্যাশা। এবার রূপ প্রোডাকশনের ব্যানারে আসন্ন নতুন স্বাদের এই ছবিটিও যে দর্শকদের মনে তৈরি হওয়া প্রত্যাশাকে পূরণ করবে, তা বলাই যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here