নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে মার্চের মাঝামাঝি দিন থেকেই দেশজুড়ে বন্ধ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। কবে স্কুল খুলবে, তা এখনও অনিশ্চিত। বর্তমানে পড়ুয়াদের একমাত্র ভরসা হল অনলাইন ক্লাস।
এহেন পরিস্থিতিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য সোমবার একটি বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আগামী দু’মাসের জন্য এই নির্ঘন্ট প্রকাশ করল কেন্দ্র।
Alternative Academic Calendar for upper primary stage (Classes VI to VIII) for four weeks was released earlier. I have launched the academic calendar for the next eight weeks today. https://t.co/VRNUh42NDW pic.twitter.com/AJXPsSwVSf
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) August 3, 2020
আরও পড়ুনঃ আইএএস-এ দেশে ১৩, রাজ্যে প্রথম কলকাতার রৌনক
এ প্রসঙ্গে পোখরিয়াল টুইটে লেখেন, “এর আগে উচ্চ প্রাথমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী) জন্য চার সপ্তাহের একটি বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছিল। আজ পরের আট সপ্তাহের জন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করলাম আমি”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584